corona virus btn
corona virus btn
Loading

প্রচন্ড হাওয়ায় ভাঙল প্যান্ডেল,ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মৃত ১৪, আহত ৫০

প্রচন্ড হাওয়ায় ভাঙল প্যান্ডেল,ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মৃত ১৪, আহত ৫০
Image: PTI
  • Share this:

#জয়পুর: রাজস্থানে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে নিহত হলেন ১৪ জন, গুরুতর আহত ৫০জন৷ অনুষ্ঠানস্থলের প্যান্ডেল ভেঙেই এই বিপত্তি৷ তীব্র হাওয়ার গতিবেগে ঘটে এই দুর্ঘটনা৷ হাওয়ার দাপটেই ভেঙে যায় প্যান্ডেল৷ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অনেকেই৷ রাজস্থানের বারমের শহরের এই ঘটনা৷

রাম কথার আয়োজন করা হয়েছিল বারমেরের জসোলে৷ সেখানেই ভরা ময়দানে ভয়ঙ্কর হাওয়ায় লন্ডভন্ড হয়ে গেল সব৷ প্যান্ডেল ভাঙতে হুড়মুড়িয়ে পড়লেন সকলে৷ তাতে প্রাণ গেল ১৪জনের, ৫০ জন আহত হয়েছেন৷ সরকারিভাবে মৃত ও আহতের সংখ্যা ঘোষণা করেছেন অ্যাডিশনাল এসপি খিনব সিং৷ আহতদের স্থানীয় হাসপাতলে ভর্তিও করা হয়েছে৷ ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ও আহতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে৷

প্রধানমন্ত্রীর দফতর ও স্বরাষ্ট্রমন্ত্রীও এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন৷

First published: June 23, 2019, 9:19 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर