• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • সমুদ্র পথে হামলার ছক পাক জঙ্গিদের! যোগ্য জবাব দেব, জানাল নৌবাহিনী

সমুদ্র পথে হামলার ছক পাক জঙ্গিদের! যোগ্য জবাব দেব, জানাল নৌবাহিনী

ভারতীয় নৌসেনা

ভারতীয় নৌসেনা

ভারতীয় নৌসেনা শনিবার জানিয়েছে, তারা যে কোনও হামলা রুখে দিতে সতর্ক রয়েছে৷ সমুদ্রে নৌসেনা যে কোনও হামলা রুখতে ও কড়া জবাব দিতে তৈরি৷

 • Share this:

  #নয়াদিল্লি: কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার বদলা নিতে ভারতে বড়সড় হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি৷ ভারতের গোয়েন্দাদের কাছে খবর, জলপথে ভারতে হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা৷ ভারতে জলপথে কী ভাবে হামলা চালানো হবে, এমনকী পাকিস্তানের মাটিতে সেই ট্রেনিংও চলছে জঙ্গিদের৷

  ভারতীয় নৌসেনা ভারতীয় নৌসেনা

  ভারতীয় নৌসেনা শনিবার জানিয়েছে, তারা যে কোনও হামলা রুখে দিতে সতর্ক রয়েছে৷ সমুদ্রে নৌসেনা যে কোনও হামলা রুখতে ও কড়া জবাব দিতে তৈরি৷ নৌসেনার ডেপুটি চিফ মুরলিধর পাওয়ারের কথায়, 'জলপথে সুরক্ষা আরও জোরদার করা হয়েছে৷ যে কোনও জঙ্গি আক্রমণের ছক বানচাল করতে ভারতীয় নৌসেনা তৈরি৷'

  ভারতের গোয়েন্দা সূত্রের খবর, নৌসেনার সব বিভাগকে সতর্ক করা হয়েছে সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে৷

  First published: