#নয়াদিল্লি: পুলওয়ামা হামলার কড়া জবাব দেবে ভারত৷ জঙ্গিরা উচিত শিক্ষা পাবেই৷ নাম না-করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঘোষণা করলেন, 'মোস্ট ফেভারড নেশন নয় পাকিস্তান৷' হাইস্পিড ট্রেন বন্দেভারতের সূচনায় গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'জঙ্গিদমনে পূর্ণ স্বাধীনতা রয়েছে সেনার৷ সেনার উপর আস্থা রয়েছে৷ ষড়যন্ত্র করে পার পাবে না প্রতিবেশী দেশ৷ মূল্য চোকাতেই হবে৷ পাকিস্তান বড় ভুল করেছে৷'
साथियों, पुलवामा हमले के बाद, अभी मन: स्थिति और माहौल दुःख और साथ ही साथ आक्रोश का है।
ऐसे हमलों का देश डटकर मुकाबला करेगा, रुकने वाला नहीं है: PM
— PMO India (@PMOIndia) February 15, 2019
তার মানে, ফের সার্জিক্যাল স্ট্রাইকের তোড়জোড় শুরু করে দিল কেন্দ্র? প্রশ্নটা উঠছেই৷ আজ অর্থাত্ শুক্রবার জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইকের মতো পাকিস্তানকে ফের একটি জবাব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে৷ পুলওয়ামা হামলায় নিহতের সংখ্যা উরির চেয়ে অনেকটাই বেশি৷ একই সঙ্গে কর্তারপুর করিডোর বাতিল নিয়েও আলোচনা হয়েছে৷
সকাল সাড়ে ৯টা নাগাদ বৈঠকটি হয়৷ প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও অর্থমন্ত্রী পীযূষ গয়াল৷ রাজনাথ সিং-এর আজ বিহারে লোকসভা ভোটের প্রচার ছিল৷ ভোটের সব প্রচার সভা বাতিল করে দিয়েছেন তিনি৷ শ্রীনগরে নিরাপত্তা নিয়ে দফায় দফায় বৈঠক করবেন তিনি৷ শ্রীনগর যাচ্ছেন তিনি৷
পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের দেহ আনা হচ্ছে পালাম বিমানবন্দরে৷ বিমানবন্দরে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সন্ত্রাস দমনে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে ভারত, জানালেন কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলি৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয় বৈঠকে নেওয়া হল একাধিক সিদ্ধান্ত৷ কূনৈতিক ক্ষেত্রেও পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে ভারত৷