#শ্রীনগর: নিয়ন্ত্রণরেখায় অব্যাহত পাক গোলা-গুলি বর্ষণ ৷ ফের পাক গুলিতে শহীদ এক ভারতীয় জওয়ান ৷ মঙ্গলবারও সংঘর্ষবিরতি লঙ্ঘন করে নওসেরা সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার শেল বর্ষণ করে পাক রেঞ্জার্স ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও ৷
সেনা সূত্রে খবর, এদিন সকাল ৮টা ৪৫ নাগাদ সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে উড়ে আসে মর্টার ও গুলি ৷
আবার দুপুরেও পৌনে দুটো নাগাদ ফের পুঞ্চের কৃষ্ণঘাঁটি সেক্টরেও গুলি চালায় পাক সীমান্তবাহিনী ৷ ভারতের তরফেও যোগ্য জবাব দেয় সেনা ৷
সোমবারও পাকিস্তানি ট্রুপ সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পুঞ্চ জেলায় মেন্ধর সেক্টরে মানকোট ও বালাকোট এলাকায় গুলি চালায় ৷
সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি বর্ষণের আড়ালে ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে চাইছে পাকিস্তান ৷ সোমবার সকালে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে আহত দুই ভারতীয় সেনা জওয়ান ৷ নিকেশ করা হয়েছে এক জঙ্গিকেও ৷ কাশ্মীরের সোপিয়ান জেলায় জঙ্গিদের অনুপ্রবেশ ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা ৷ পুলিশ সূত্রে খবর, রবিবার মাঝরাতে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করতেই রুখে দাঁড়ায় সেনা ৷
রবিবার পাক সেনার গুলিতে দুই ভারতীয় জওয়ানের মৃত্যু হয় ৷ পাক গুলি ও মর্টারের আঘাতে দুই তরুণী সহ তিনজন গ্রামবাসী, একজন BSF ও দুইজন সেনা জওয়ান আহত হন ৷
শনিবার রাত থেকেই পুঞ্চ ও কৃষ্ণঘাঁটি সেক্টরে পাক জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল ৷ কিন্তু ভারতীয় জওয়ানদের তৎপরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয় ৷ জঙ্গিদের সাহায্য করতে লাগাতার ভারতীয় সেনা ছাউনি ও সীমান্ত পারের গ্রাম লক্ষ্য করে গুলি ও মর্টার বর্ষণ অব্যাহত রেখেছে পাক রেঞ্জার্স ৷ জঙ্গি অনুপ্রবেশ আটকানো গেলেও পাক সেনার গুলিতে রবিবার দুই ভারতীয় জওয়ানের মৃত্যু হয় ৷ শহীদ হন কৃষ্ণঘাঁটি সেক্টরের ২২ শিখ রেজিমেন্টের বছর ২৩-এর জওয়ান গুরু সেবক সিং ৷ পুঞ্চ সেক্টরে পাক গুলিতে শহীদ হন কোলাপুরের জওয়ান নায়েক তুকপারে রাজেন্দ্র নারায়ণ ৷
মনে করা হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতেই জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে চাইছে পাকিস্তান। তাই সংঘর্ষ বিরতি ভেঙে বারবার এমন হামলা চালানো হচ্ছে। সেনা আধিকারিক জানিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এই নিয়ে প্রায় ১০২ বারেরও বেশি সময় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ সেনা ও সাধারণ মানুষ মিলিয়ে প্রাণ হারিয়েছেন ২২ জন ৷
গত মাসের ২৮ তারিখ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷ এরপর থেকেই সীমান্তের ওপার থেকে হামলার ঘটনা বেড়েই চলেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ceasefire violation, Fresh ceasefire violation by Pakistan, India Pakistan Relation, One Army Died