• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান, শহিদ এক জওয়ান

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান, শহিদ এক জওয়ান

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ সীমান্তে পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন এক জওয়ান ৷

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ সীমান্তে পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন এক জওয়ান ৷

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ সীমান্তে পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন এক জওয়ান ৷

 • Share this:

  #শ্রীনগর: ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ সীমান্তে পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন এক জওয়ান ৷ জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দরবনি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে পাক সেনা ৷ ঘটনায় শহিদ হন ভারতীয় জওয়ান জয়দ্রথ সিংহ।

  সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৬টা নাগাদ গুলি বর্ষণ করতে শুরু করে পাক সেনা ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা ৷ গুলি বিনিময়ের সময় জখম হন জয়দ্রথ সিং। পরে মৃত্যু হয় তাঁর। ১২ ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ৷

  এর আগে কাশ্মীরের নওগাম সেক্টর ও কেরন সেক্টরে হামলা চালায় পাকিস্তান ৷ কিন্তু তাতে হতাহতের কোনও খবর মেলেনি ৷ চলতি মাসে এই নিয়ে ১৯ বার সীমান্তে হামলা চালিয়েছে পাকিস্তান ৷ মৃত্যু হয়েছে ৯ সেনাকর্মী-সহ ১১ জনের। আহত হয়েছেন ১৮ জন।

  First published: