#নয়াদিল্লি: কুলভূষণের পরিবারের সঙ্গে পাকিস্তানের আচরণ গর্হিত কাজ। তাঁর মা ও স্ত্রীকে হেনস্থা করে মানবাধিকার লঙ্ঘন করেছে পাকিস্তান। অভব্য আচরণের জন্য পাক সরকারকে ধিক্কার জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কেন্দ্রের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ বিরোধীরাও। অভিযোগ ওড়াল পাকিস্তান।
শাড়ির বদলে সালোয়ার পরতে বাধ্য করা। খুলতে বলা হয় টিপ,মঙ্গলসূত্র,বালা। ফেরত দেওয়া হয়নি জুতো। নিরাপত্তার অজুহাত দেখিয়ে কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর সঙ্গে এরকম আচরণ করে পাক প্রশাসন। কুলভূশন যাদবের সঙ্গে তাঁর মা ও স্ত্রীর সাক্ষাতের পর থেকেই পাকিস্তানের সমালোচনায় সোচ্চার ভারত। বৃহস্পতিবার সংসদে এনিয়ে বিবৃতি দিতে গিয়েও পাক প্রশাসনের কড়া নিন্দা করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
শুধু মা ও স্ত্রীকে হেনস্থাই নয়। কুলভুষণের যাতে পরিবারের লোকজনের সঙ্গে কথা না বলতে পারেন, তারও যাবতীয় বন্দবস্ত করে পাকিস্তান।
কুলভূষণের পরিবারের সঙ্গে এহেন আচরণের সমালোচনায় সোচ্চার বিরোধীরাও। এক্ষেত্রে কেন্দ্রের পাশেই দাঁড়িয়েছে তারা।
পাকিস্তান অবশ্য নিজের অবস্থানেই অনড়। পাক সেনার দাবি, কুলভূষণ স্বঘোষিত সন্ত্রাসবাদী। তাঁকে পরিবারের সঙ্গে দেখা করার যে সুযোগ দেওয়া হয়েছে, তার প্রশংসা করছে সারা বিশ্ব।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kulbhushan Yadav, Pakistan, Sushma Swaraj