• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • লাদাখ সীমান্তে পাক যুদ্ধবিমানের আনাগোনা, কড়া নজর রাখছে ভারত

লাদাখ সীমান্তে পাক যুদ্ধবিমানের আনাগোনা, কড়া নজর রাখছে ভারত

Photo Courtesy: ANI/Twitter

Photo Courtesy: ANI/Twitter

ভারত-পাকিস্তান সীমান্তে পরিস্থিতি কি ফের জটিল হচ্ছে ?

 • Share this:

  #লেহ: ভারত-পাকিস্তান সীমান্তে পরিস্থিতি কি ফের জটিল হচ্ছে ? যুদ্ধের আশঙ্কা উসকে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিমান মোতায়েন করছে পাকিস্তান ৷ লাদাখ লাগোয়া সীমান্তের ওপারে স্কার্দু বায়ুসেনা ঘাটিতে জেএফ-১৭ ফাইটার জেট পাঠানো হচ্ছে পাক সেনার তরফে ৷ গত শনিবার থেকেই স্কার্দু বিমানঘাঁটিতে অনেকবারই পাক বায়ুসেনার বিমান দেখা গিয়েছে ৷ ফলে স্বভাবতই পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা ৷ যদিও ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, পাক সেনার গতিবিধির উপর সবসময় নজর রাখা হচ্ছে ৷ এখনই চিন্তার কিছু নেই ৷ পাকিস্তান কিছু করলে ভারতও পদক্ষেপ নেবে ৷ ভারতের রাডারে পাকিস্কান বিমানের গতিবিধি সবই ধরা পড়ছে ৷ তাই নজর রাখার হচ্ছে ৷ ভারতের তরফে নজরদারি চালানো হচ্ছে কাশ্মীরের সীমান্ত সংলগ্ন এলাকায়। বাড়ানো হয়েছে সেনা জওয়ানদের সংখ্যাও।

  আরও দেখুন---

  First published: