INX Media মামলায় গ্রেফতার চিদম্বরম, নিয়ে যাওয়া হল সিবিআই সদর দফতরে

INX Media মামলায়  গ্রেফতার চিদম্বরম, নিয়ে যাওয়া হল সিবিআই সদর দফতরে

INX Media মামলায় তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ও তাঁর বিরুদ্ধে সরাসরি মিথ্যাচার করা হচ্ছে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি

  • Share this:

#নয়াদিল্লি: গ্রেফতার করা হল প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে । INX Media মামলায় আজ তাঁকে গ্রেফতার করল সিবিআই ।

তাঁকে সিবিআই সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে ও আজ রাতে সিবিআই হেফাজতেই রাখা হবে তাঁকে ।

২৭ ঘণ্টা পরে কংগ্রেসের সদর দফতরে আত্মপ্রকাশ করেছেন পি চিদম্বরম । INX Media মামলায় তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ও তাঁর বিরুদ্ধে সরাসরি মিথ্যাচার করা হচ্ছে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ।সাংবাদিক সম্মেলনের পর জোড়বাগে নিজের বাড়িতে ফিরেছেন চিদম্বরম । সেখানেই তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই ও ইডি।

২০০৮ সালে INX Media মামলায় INX Media কে বিদেশী বিনিয়োগে অবৈধভাবে ছাড়পত্র দেওয়ার অভিযোগ আনে সিবিআই । চিদম্বরম পুত্র কার্তি চিদম্বরমের বিরুদ্ধে অবৈধ টাকা লেনদেনের অভিযোগ দায়ের হয় । প্রায় ৩০৫ কোটি টাকা বিদেশী বিনিয়োগে অবৈধ ছাড়পত্র দেওয়ার অভিযোগ ওঠে তৎকালীন UPA সরকারের বিরুদ্ধে । পরে ইডির হাতে এই মামলার দায়িত্বভার দেয় আয়কর দফতর।

First published: 09:51:26 PM Aug 21, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर