#নয়াদিল্লি: অক্সফোর্ড অভিধানে ২০২০ সালের হিন্দি শব্দ হিসাবে ঠাঁই পেল 'আত্মনির্ভরতা'৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা কালে যতবারই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, ততবারই তিনি 'আত্মনির্ভরতা' বা আত্মনির্ভর হয়ে ওঠার বার্তা দিয়েছেন৷ কীর্তি আগরওয়াল, পুনম সিং সহায় ও ইমোজেন ফক্সওয়েলকে নিয়ে অক্সফোর্ডের ভাষা বিশেষজ্ঞদের প্যানেল৷ তাঁরাই বছরের হিন্দি শব্দ হিসাবে 'আত্মনির্ভরতা'কে বেছে নিয়েছেন৷ এই শব্দে ফেলে আসা বছরের চরিত্র, মেজাজ কিংবা ধারাবাহিক ভাবনার প্রতিফলন রয়েছে৷ আত্মনির্ভরতার মধ্যে দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করছে অক্সফোর্ড৷
অক্সফোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি মোদি যখন করোনা মহামারি থেকে দেশের পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেন, তিনি শুধু দেশকেই অর্থনৈতিক ও সামাজিক ভাবে আত্মনির্ভর হয়ে উঠতে বলেননি, তিনি দেশবাসীর মধ্যেও আত্মনির্ভরতার সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছেন৷ প্রধানমন্ত্রীর ভাষণ অনুসরণ করে 'আত্মনির্ভরতা' শব্দের ব্যবহার ব্যাপকহার বৃদ্ধি পেয়েছে এবং ভারতবাসীর শব্দতালিকায় এর বর্ধিত বিশিষ্ট্য ফুটে উঠেছে৷
OXFORD WORD OF THE YEAR 2020:
With everything that has happened throughout 2020, we concluded that this year could not be summarized by one single “Word of the Year”.Download our Words of an Unprecedented Year report for the full story. #WOTY2020— Oxford Languages (@OxLanguages) November 22, 2020
আত্মনির্ভর বা স্বনির্ভর ভারত অভিযানের অন্যতম সাফল্যের পরিনাম হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা টিকার বৃহৎ আকারে উত্পাদন। প্রজাতন্ত্র দিবসে প্যারেড চলাকালীন, জৈবপ্রযুক্তি অধিদফতর আত্মনির্ভর ভারতের প্রচার করে দিল্লির রাজপথেও৷ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ম্যানেজিং ডিরেক্টর শিবারামাকৃষ্ণান ভেক্টটেশ্বরন বলছেন, "এই অভূতপূর্ব বছরে আত্মনির্ভরতা দেশের জনগণের মধ্যে এক অনুরণন তৈরি করেছে এবং করোনা কালে অর্থনীতির পুনরুজ্জীবনের পথ দেখাচ্ছে৷" তিনি আরও বলছেন যে, এই শব্দ উচ্চারণের মধ্যেই বহু মানুষ বেঁচে থাকার মন্ত্র খুঁজে পান৷ ২০২৭ সালে অক্সফোর্ডের হিন্দি শব্দ হিসাবে জায়গা করে নিয়েছিল আধার (Aadhaar), ২০১৮ সালে নারীশক্তি (Nari Shakti) ও ২০১৯ সালে সংবিধান (Samvidhaan) ঠাঁই পায়৷ তবে অক্সফোর্ডে ঠাঁই পাওয়া মানেই যে তা অভিধানে উঠবে, এমন কোনও মানে কিন্তু নেই৷