• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • পিয়নের পদের চাকরির জন্য আবেদন পড়ল ৯৩ হাজার, ৩৭০০ জন পিএইচডি স্কলার

পিয়নের পদের চাকরির জন্য আবেদন পড়ল ৯৩ হাজার, ৩৭০০ জন পিএইচডি স্কলার

File Photo

File Photo

 • Share this:

  #লখনউ: ২০১৯ সালের লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ৷ আর সেই নির্বাচনের আগে দেশের বেকারত্বকে হাতিয়ার করে শাসক-বিরোধী তরজা তুঙ্গে ৷ কিন্তু এর মধ্যেই উঠে এল একটি চমকপ্রদ খবর ৷ উত্তরপ্রদেশে প্রায় ৯৩ হাজার জন পিয়নের পদের জন্য় চাকরির আবেদন করেছেন ৷

  পিয়নের চাকরি পেতে গেলে পঞ্চম শ্রেনী পাশ হলেই চলে ৷ যেখানে উত্তরপ্রদেশে পিয়নের চাকরির আবেদনকারীদের মধ্যে রয়েছেন পিএইচডি পাশ বেশ কয়েকজন পড়ুয়াও ৷ টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ৯৩ হাজার আবেদনকারীর মধ্যে ৩৭০০ জন রয়েছেন পিএইচডি পাশ, ৫০হাজার জন স্নাতক, ২৮ হাজার জন পোস্ট গ্র্যাজুয়েট ৷

  এ তো গেল আবেদনকারীদের তালিকা ৷ কিন্তু আপনি কি জানেন এই কতগুলি পোস্টের জন্য ৯৩ হাজার আবেদন জমা পড়েছে ? মাত্র ৬২টি চাকরির পদের জন্য ৯৩ হাজার জন আবেদনকারী আবেদন জানিয়েছেন ৷

  কি দেখে হবে চাকরির প্রার্থী বাছাই ? প্রশ্ন একটাই ৷ আপনি কি সাইকল চালাতে পারেন ? যদি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় ৷ তাহলেই পেয়ে যেতে পারেন আপনি এই চাকরিটা ৷ তবে, ৬২ টি পদের জন্য ৯৩ হাজার আবেদন জমা পড়ায় একটি সিলেকশন টেস্ট নেওয়ার ভাবনাচিন্তা চলছে বলে জানা গিয়েছে ৷ রিজনিং, জেনারেল নলেজ, বেসিক অঙ্কই এই সিলেকশন পরীক্ষার সিলেবাস ৷

  আরও পড়ুন: রাজনীতিতে প্রবেশ, এবার লোকসভা নির্বাচনে লড়বেন ঐশ্বর্য রাই

  আর আপনি যদি সেই পরীক্ষা এবং ইন্টারভিউ-তে উত্তীর্ণ হতে পারেন ৷ তাহলে আপনার সেই চাকরির স্টার্টিং স্যালারিই হবে প্রতি মাসে ২০ হাজার টাকা ৷

  তবে, পিয়নের চাকরিই শুধু নয় ৷ ১লক্ষ শূন্য পদের জন্য উত্তরপ্রদেশ থেকে ২ কোটি প্রার্থী আবেদন জানিয়েছেন ভারতীয় রেলে ৷ অন্যদিকে, মুম্বই পুলিশে ১১০০টি শূন্য পদের জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় ২ লক্ষ ৷

  First published: