#শ্রীনগর: কাশ্মীরে কেন্দ্রীয় শাসন চালুর প্রথম দিনেই উপত্যকায় বলি এক। সংবাদসংস্থার খবর, বৃহস্পতিবার পুলিশি তাড়া থেকে প্রাণ বাঁচাতে ঝিলম নদীতে ঝাঁপ মারেন এক বিক্ষোভকারী। তিনশো সত্তর খারিজের প্রতিবাদে দিনভর পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে আহত ছয়। এই পরিস্থিতিতে উপত্যকা ঘুরে দেখলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
কার্ফু চলছে। তারমধ্যেই উপত্যকায় শান্তি প্রক্রিয়া শুরু করল কেন্দ্র। রাস্তায় নামলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বার্তা দিলেন, আমি আপনাদেরই লোক। মঙ্গলবার বৈঠক করেন রাজ্যপাল সত্যপাল সিংয়ের সঙ্গে। আর বুধবার কাশ্মীরে কেন্দ্রীয় শাসন চালুর প্রথম দিনেই ঘুরে দেখলেন বিভিন্ন এলাকা। বন্ধ দোকানের সামনেই স্থানীয়দের সঙ্গে দুপুরের খাবারও খেলেন। আলাদা ভাবে নির্দেশ দিলেন উপত্যকায় নিরাপত্তারক্ষীদের।
ডোভালের কাশ্মীর সফরের মধ্যেই কিন্তু উত্তাল হল উপত্যকা। বিভিন্ন এলাকা থেকে তিনশো সত্তর খারিজের প্রতিবাদীদের গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে আছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতাও। পাশাপাশি এখনও বন্দি দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লা। সংবাদসংস্থার খবর, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন আহত হয়েছেন। এরমধ্যে ছ’জন গুলিবিদ্ধ বলেও দাবি করেছে সংবাদসংস্থা। যদিও গুলি চালানোর খবর অস্বীকার করেছে পুলিশ-প্রশাসন। প্রশাসনের খবর, ইদকে মাথায় রেখে আগামী রবি ও সোমবার শিথিল করা হতে পারে উপত্যকায় কার্ফুর সময়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jammu & Kashmir, Srinagar