• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • Delhi Violence| দিল্লি হিংসা: 'অমিত শাহের ইস্তফা চাই,' সংসদে একযোগে সরব বিরোধীরা

Delhi Violence| দিল্লি হিংসা: 'অমিত শাহের ইস্তফা চাই,' সংসদে একযোগে সরব বিরোধীরা

আজ সংসদে ঢুকছেন অমিত শাহ

আজ সংসদে ঢুকছেন অমিত শাহ

কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, 'আমরা চাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিক৷ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ইস্তফার দাবি করছি৷'

 • Share this:

  #নয়াদিল্লি: দিল্লি হিংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা চেয়ে উত্তাল হল লোকসভা ও রাজ্যসভা৷ কংগ্রেস, বাম, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও ডিএমকে একযোগে স্লোগান দিতে শুরু করে৷ কেন্দ্রীয় সরকার কর্তব্য পালনে অসফল বলে তাঁরা স্লোগান দিতে থাকেন৷

  শুধু সংসদের ভেতরেই নয়, বাইরেও গান্ধি মূর্তির পাদদেশে অমিত শাহের ইস্তফার দাবিতে প্ল্যাকার্ড হাতে ও কালো ব্যাচ পরে পৃথক ভাবে ধর্না দেয় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস৷ দিল্লি হিংসার তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং৷

  লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী দিল্লি হিংসা নিয়ে লোকসভায় একটি নোটিস পেশ করেন৷ সেই নোটিসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করা হয়৷ পৃথক ভাবে নোটিস দেয় শিবসেনা, তৃণমূল কংগ্রেস, এআইএমআইএম ও ডিএমকে৷

  সংসদের বাইরে ধর্নায় কংগ্রেস সংসদের বাইরে ধর্নায় কংগ্রেস

  কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, 'আমরা চাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিক৷ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ইস্তফার দাবি করছি৷'

  AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বললেন, 'এটা কোনও দাঙ্গা ছিল না৷ এটা ছিল পুলিশের মদতে গণহত্যা৷ সরকারও চুপ ছিল৷ প্রধানমন্ত্রী একটি ট্যুইট করে দায় সেরেছেন৷ কেন দিল্লি হিংসা নিয়ে কথা বলছেন না প্রধানমন্ত্রী?'

  যদিও সংসদে দিল্লি হিংসা নিয়ে বিতর্কের দাবি খারিজ করে দেন স্পিকার ওম বিড়লা৷ সংসদ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করলেন স্পিকার৷

  Published by:Arindam Gupta
  First published: