হোম /খবর /দেশ /
ইস্যু ভিত্তিক সমঝোতা ? আবার কংগ্রেস, তৃণমূল একসঙ্গে

TMC Congress Joint Protest in Delhi: ইস্যু ভিত্তিক সমঝোতা ? আবার কংগ্রেস, তৃণমূল একসঙ্গে

বিরোধীদের ঐক্যবদ্ধ ছবি দেখা গেল দিল্লিতে৷

বিরোধীদের ঐক্যবদ্ধ ছবি দেখা গেল দিল্লিতে৷

ডিএমকে , শিবসেনা, সমাজবাদী পার্টি থেকে শুরু করে সিপিআইএম সাংসদ এলামারান করিমও বক্তব্য রাখেন।

  • Share this:

#নয়াদিল্লি : ১২ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত পদযাত্রা করল বিরোধীরা (TMC Congress Protest Delhi)। উপস্থিত ছিলেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, আনন্দ শর্মা, পি চিদম্বরম থেকে শুরু করে শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী ও সঞ্জয় রাউত, সিপিএমের এলামারান করিম, সিপিআইয়ের বিনয় বিশ্বম, ডিএমকের ত্রিুরুচি শিবা।

কংগ্রেস (Congress) থাকলেও বিরোধীদের এই প্রতিবাদে অংশ নিয়েছিল তৃণমূলও (TMC)৷  তৃণমূলের তরফে ছিলেন দোলা সেন, আবীররঞ্জন বিশ্বাস, মৌসম বেনজির নুর এবং শান্তনু সেন। সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি বলেন, "যেখানেই বিরোধীরা সোচ্চার হওয়ার চেষ্টা করে, তাঁদের ধমকে, ভয় দেখিয়ে, সাসপেন্ড করে নিজেদের কাজ হাসিল করে নেয় সরকার।"

আরও পড়ুন: লখিমপুরে কৃষক হত্যা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

মোদি সরকার গণতন্ত্রকে হত্যা করছে বলে অভিযোগ তুলে রাহুল গান্ধি বলেছেন, "যে বিষয়ে আমরা আলোচনা করতে চাই সেই বিষয়েই আলোচনা করতে দেওয়া হচ্ছে না। তিন চারটে এমন বিষয় রয়েছে যা আলোচনার প্রয়োজন, অথচ সেগুলির নাম পর্যন্ত নেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।'

তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, "বিরোধীদের দায়িত্ব সংসদে গিয়ে সংবিধান রক্ষা করতে মানুষের হয়ে, কৃষকদের হয়ে সওয়াল করা। আমরা সেই দায়িত্ব পালন করতে সংসদে যাই। অথচ এই মোদি সরকার সংখ্যার অংহকারে বিরোধীদের কোনও বিষয়েই বলতে দেয় না। ১০ মিনিটে বিল পাস করিয়ে নেয়।"

আরও পড়ুন: 'তৃণমূলই বিকল্প, কংগ্রেস জোটে আসতে চাইলে স্বাগত', গোয়ায় নমনীয় হলেন মমতা?

তাঁর হুঁশিয়ারি, 'যতবার খুশি  সাসপেন্ড করা হোক না কেন, সংসদের ভিতরে বা বাইরে যখনই সুযোগ পাবো কৃষকদের তরফে, শ্রমিকদের তরফে, দেশের মানুষের তরফে দেশকে বিক্রি করার প্রতিবাদে, সংবিধান, আইনকে বাঁচাতে, বিরোধী ঐক্য রক্ষা করতে আমরা সোচ্চার হবোই।"

ডিএমকে , শিবসেনা, সমাজবাদী পার্টি থেকে শুরু করে সিপিআইএম সাংসদ এলামারান করিমও বক্তব্য রাখেন। এর মধ্যে দিয়েই আরও এখবার বিরোধী ঐক্যের ছবি ফুটে উঠেছে। যেভাবে ঐক্যবদ্ধভাবে বিজয় চকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে তাতে উৎফুল্ল বিরোধী শিবির। এ দিনের কর্মসূচি সফল দাবি করে বিরোধীদের দাবি, সরকারকে তাঁদের আন্দোলনের সামনে ঝুঁকতেই হবে।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Congress, TMC