হোম /খবর /দেশ /
মোদি সরকারকে চাপে রাখতে সংসদ অধিবেশনের আগে বিরোধীদের বৈঠক, তৃণমূলকেও ডাক খাড়গের

Budget session: মোদি সরকারকে চাপে রাখতে সংসদ অধিবেশন শুরুর আগেই বিরোধীদের বৈঠক, তৃণমূলকেও ডাক কংগ্রেসের

আজ শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ।

আজ শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ।

তৃণমূলের তালিকায় রয়েছে মহিলা সংরক্ষণ বিল। দীর্ঘদিন ধরে বিলটি বকেয়া থাকলেও তা নিয়ে কোনও ফয়সালা হয়নি।

  • Share this:

নয়াদিল্লি: আজ শুরু সংসদের বাজেট অধিবেশন। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। গতকাল অধিবেশন শুরুর আগে সব দলের সাংসদদের নিয়ে একটি বৈঠক ডাকেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। যদিও সেই বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল।

আজ সকাল ১০টায় বিরোধী দলের নেতাদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মাল্লিকর্যুন খাড়গে। আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল, এনসিপি, আপ, আরজেডি, জেডিইউ, সমাজবাদী পার্টি, সিপিএম, সিপিআই, আরএসপি, ন্যাশনাল কনফারেন্স সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলোকে।

আরও পড়ুন: তোলপাড় রাজধানী নয়াদিল্লি, বিআরএস নেত্রীর পাশে তৃণমূল সহ ১৮ দল

এবারের অধিবেশনে বিরোধীদের সব চেয়ে বড় হাতিয়ার হতে চলেছে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার। এ ছাড়াও রয়েছে এসবিআই ইস্যু। আপ নেতা মনীশ সিসোদিয়াকে গ্রেফতারের পর কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিষয়টি নিয়ে জোরদার প্রচার শুরু করেছে বিরোধীরা।

একই সঙ্গে মহিলা সংরক্ষণ বিল নিয়েও আওয়াজ তুলবে বিরোধী দলগুলি। তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই মহিলা সংরক্ষণ বিলের দাবি তোলা হয়েছে। বিষয়টি নিয়ে গত সপ্তাহে বিক্ষোভ করেছেন বিআরএস নেত্রী কে কবিতা।

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলকে দেখে 'চোর চোর' স্লোগান, 'স্বতঃস্ফূর্ত প্রতিবাদ' বলছে বিজেপি

অন্যদিকে তৃণমূল শিবিরের অ্যাজেন্ডার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্যের বকেয়া আদায় করা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, গ্যাসের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক সীমান্ত মজবুত করার মতো ইস্যুগুলি। এ ছাড়াও বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি নিয়ে সংসদে সরব হবে তৃণমূল কংগ্রেস। এ ছাড়াও রয়েছে কেন্দ্রীয় সরকারের এজেন্সি কাজে লাগিয়ে বিরোধী দলের নেতাদের হেনস্থা করার অভিযোগ। সিবিআই, ইডি আয়কর দফতরের মতো এজেন্সি গুলিকে কাজে লাগিয়ে সরকারের সমালোচকদের হেনস্থা করার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। এবার তা নিয়ে সংসদে আলোচনা চায় তৃণমূল।

তৃণমূলের তালিকায় রয়েছে মহিলা সংরক্ষণ বিল। দীর্ঘদিন ধরে বিলটি বকেয়া থাকলেও তা নিয়ে কোনও ফয়সালা হয়নি। গত শীতকালীন অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল আনার দাবি তুলেছিল তৃণমূল। মহিলা সংরক্ষণ বিলে সমর্থন জানিয়েছে কংগ্রেস, বিজেডি থেকে শুরু করে ডিএমকের মতো দলগুলিও। সূত্রের খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়ায় জেডিইউ নেতা রাজীব রঞ্জন সিং জানান, আগে এই বিলের বিরোধিতা করলেও এখন তাঁরা এই বিলে সমর্থন জানতে প্রস্তুত।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Congress, Parliament, TMC