#নয়াদিল্লি: দেশের বীর জওয়ানদের আত্মত্যাগকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি সরকার, বিজেপি বিরোধী বৈঠকের মূল বক্তব্য ছিল এটাই। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন মিগ-২১ দূর্ঘটনায় নিখোঁজ ১ জন পাইলট । তাই নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি বিরোধী নেতারা।
Congress President Rahul Gandhi after opposition meeting: The meeting of leaders of 21 political parties condemned the dastardly Pulwama attack by Pakistan-sponsored terrorists of Jaish-e-Mohammed on 14th February 2019 and lauded the action taken by our armed forces pic.twitter.com/XaGeQXJGTg
— ANI (@ANI) February 27, 2019
রাহুলের অভিযোগ জাতীয় সুরক্ষার স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পরিস্থিতিতেও সর্বদলীয় বৈঠক ডাকেননি।
আজ নয়াদিল্লিতে দিল্লিতে বিজেপি-বিরোধী ২১টি দলের বৈঠকে অভিযোগ- জাতীয় নিরাপত্তা নিয়ে রাজনীতি করছে বিজেপি । জাতীয় সুরক্ষার স্বার্থে রাজনীতি বন্ধ হোক । আমাদের সেনার বলিদানকে ব্যবহার কেন্দ্রের শাসকদল, প্রতিক্রিয়া কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধির। এছাড়াও, পুলওয়ামা হামলার পরেও সর্বদল বৈঠকে পরিস্থিতি জানাননি প্রধানমন্ত্রী, অভিযোগ বিরোধীপক্ষের ।
তবে বিরোধীদের যৌথ বিবৃতিতে বায়ুসেনার প্রভূত প্রশংসা করা হয়েছে । বায়ুসেনার প্রত্যাঘাতের প্রশংসা করেছেন বিরোধীরা।