#নয়াদিল্লি: লোকসভায় আজ পেশ হয়েছে তিন তালাক বিল (Triple Talaq Bill) পেশ করেছেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ । বিলের কিছু অংশ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছে বিরোধীপক্ষ । তাঁদের মতে এই বিল পাশ হলে ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি অবিচার হবে । লিঙ্গ সাম্যই (Gender Justice) এই বিলের প্রধান লক্ষ্য, জানিয়েছেন রবি শংকর প্রসাদ ।
তবে লোকসভায় পেশ হওয়া তিন তালাক বিল নিয়ে আপত্তি তুলেছে বিরোধীরা ৷ বিলের কিছু অংশ নিয়ে আপত্তি তুলেছে বিরোধীরা ৷ দাবিত তুলেছে বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর ৷ বিলটি রাজ্যসভায় পাস হওয়ার সম্ভাবনা ক্ষীণ ৷ অর্ডিন্যান্স জারি করতে পারে কেন্দ্র ৷ বিরোধীদের আপত্তি অর্ডিন্যান্স নিয়েও দোষ প্রমাণে বিলে সাজার প্রস্তাব ৷ হিন্দু বা খ্রিস্টানদের জন্য এই প্রস্তাব নেই ৷ ‘একটি সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য হচ্ছে’ দাবি আরএসপি সাংসদ প্রেমচন্দ্রনের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: New Delhi, Parliament, Triple Talaq Bil