#ধানবাদ: মঙ্গলবার প্রাক্তন ডেপুটি মেয়র খুনের ঘটনায় বুধবারও থমথমে ছিল ধানবাদ। বন্ধ ছিল দোকানপাট। খুনের ঘটনার তদন্তে ঘটনাস্থলে যায় SIT ও ফরেনসিক দল। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার ১২ ঘণ্টার ধানবাদ বনধের ডাক দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। ভরসন্ধেয় ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়রের গাড়ি আটকে একে ফর্টি সেভেন দিয়ে এলোপাথাড়ি গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহত হন প্রাক্তন ডেপুটি মেয়র নীরজ সিং-সহ চারজন। তবে এখনও তদন্তের কোনও অগ্রগতি হয়নি, অভিযোগ তুলে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বাম, কংগ্রেস-সহ বিরোধীরা। খুনের তদন্তে বুধবার সকালেই ঘটনাস্থল পৌছয় SIT ও ফরেনসিক দল। নমুনা সংগ্রেহ করা হয় ঘটনাস্থল থেকে ৷ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। ডিএসপি (আইনশৃঙ্খলা) ডিএন বাঙ্কার নেতৃত্বে করা হয় ফ্ল্যাগ মার্চ। সিট গঠন করে দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য শত্রুতার জেরে খুন তা নিয়ে ক্রমেই বাড়ছে রহস্য ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bandh, Bengali News, Former deputy mayor, Former deputy mayor killed in a shootout in Dhanbad, Shootout In Dhanbad