#নয়াদিল্লি: মাত্র একজন মহিলা বিচারপতি। চিন্তার বিষয় বটে! সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলছেন, সত্যিই চিন্তার বিষয়। কেন মহিলারা বিচার-ব্যবস্থায় আসতে চাইছেন না। কেন এতগুলি বছর ধরে এদেশের সর্বোচ্চ আদালত এত কমসংখ্যক মহিলা বিচারপতি পেল! এসব প্রশ্নই যেন নতুন করে উঠে এল। এদিন একটি ফেয়ারওয়েল অনু্ষ্ঠানে অংশ নিয়েছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূ়ড়। সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি ইন্দু মালহোত্রা এদিন অবসর নেন। তাঁর সম্মানে বক্তৃতা দিতে গিয়ে এসব প্রশ্ন তোলেন বিচারপতি চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা আইনজীবী ছিলেন ইন্দু মালহোত্রা। তাঁকে সরাসরি বিচারক হিসাবে নিয়োগ করা হয়েছিল। তাঁর অবসরের পর এখন সুপ্রিম কোর্টে মাত্র একজন মহিলা বিচারপতি থাকল। আর তাই এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি চন্দ্রচূড় সিং। তিনি এদিন বলেছেন, ''বিচারব্যবস্থায় সমানুপাত থাকাটা জরুরি। পেশাদার আইনজীবী বা বিচারকের কাজটা কিন্তু সহজ নয়। নিরপেক্ষতা ও বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখা দায়িত্ব থাকে কাঁধে। আর তাই চূড়ান্ত পেশাদারিত্ব থাকতে হয়। ইন্দু মালহোত্রা সেই দায়িত্ব এত বছর ধরে পালন করেছেন। তবে কেন আগামী প্রজন্ম এই পেশার প্রতি আগ্রহ দেখাচ্ছে না, সেটাও দেখতে হবে।'' ২৭ এপ্রিল, ২০১৮-তে বিচারপতি হিসাবে দায়িত্ব নেন ইন্দু মালহোত্রা। সমকামীতা নিয়ে রায়, সবরীমালা মন্দির মামলায় বিচার তাঁর কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য মাইলস্টোন হিসাবে থাকবে। এদিন ইন্দু মালহোত্রা বলেন, ''বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর বার রুমে উপস্থাপনা বড় দায়িত্ব। তাই যারা এই পেশায় আসতে চায় তাদের বলব, বার রুমে একজন বিচারপতির ব্যক্তিত্ব, পোশাক-পরিচ্ছদ গুরুত্বপূর্ণ। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কারণ একজন বিচারপতি আইকন। তাঁর দিকে অনেক মানুষের নজর থাকে।''
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।