#গুয়াহাটি: নাগরিকত্ব আইন নিয়ে যখন উত্তর-পূর্ব সহ গোা ভারত উত্তাল, তখন অসমে সিএএ নিয়ে ভয়ে কিছু নেই, এই বিশ্বাস জোগাতে মরিয়া রাজ্যের বিজেপি সরকার৷ যার নির্যাস, খুব শীঘ্রই এমন একটি নতুন আইন আনছে সরকার, যাতে শুধু মাত্র অসমিয়ারাই অসমে জমি কিনতে পারবেন৷ ইতিমধ্যেই সেই নতুন আইন তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে৷
অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘোষণা, অসমের আদিবাসীরা তাদের জমির উপর যাতে পূর্ণ মালিকানা উপভোগ করতে পারে, তার জন্য নতুন আইন চালু করা হচ্ছে৷ এই আইনে শুধু মাত্র অসমিয়ারাই অসমে জমি কিনতে পারবেন৷ অন্য কোনও রাজ্যের মানুষ জমি কিনতে পারবেন না৷ তাঁর কথায়,'দেখা যাচ্ছে, বরপেটা, ধুপরি জেলার আদিবাসীরা তাদের জমি ছেড়ে অন্যত্র গিয়ে বাস করছেন অর্তনৈতিক বা অন্যান্য কারণে৷ এই নতুন বিলে, অসমের আদিবাসীরা তাদের জমি শুধুমাত্র অসমের আদিবাসীকেই বিক্রি করতে পারবে বা তার থেকে কিনতে পারবে৷ অসম বিধানসভার আগামী অধিবেশনেই এই বিল পেশ করা হবে৷'
গত কয়েক মাসে সরকার বিরোধী একাধিক আন্দোলন চলছে অসমে৷ এনআরসি ও পরে সিএএ নিয়ে বিক্ষোভ চলছে৷ এ হেন অবস্থায় অসমবাসীর বিশ্বাস ফেরাতে মরিয়া বিজেপি সরকার৷ বিশেষ করে কেন্দ্রের নয়া আইনে ভয়ে রয়েছেন উত্তর-পূর্বের আদিবাসীরা৷ অসম সরকার কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছে, সংবিধানের ৩৪৫ ধারা সংশোধন করে ঘোষণা করা হোক, বরাক উপত্যকা, বোড়োল্যান্ড ও পার্বত্য জেলাগুলি বাদে অসমিয়াকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হবে৷ সর্বানন্দ সোনওয়ালের সরকার একটি নতুন বিল আনছে আগামী অধিবেশনে, যেখানে ইংরেজি ও অন্যান্য মাধ্যমের স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতেও অসমিয়াকে আবশ্যিক ভাষা করতে হবে৷
এ ছাড়া ৬টি উপজাতি উন্নয়ন পর্ষদ, যেমন মিসিং, রাভা, থেঙ্গাল কচারি, সোনোওয়াল কাচারি, দেওরি ও তিওয়াকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হোক, যাতে তারা কেন্দ্র ও রাজ্য সরকার থেকে অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে আর্থিক সাহায্যও পায়৷ পাশাপাশি কোচ রাজবংশী, মতক ও মোরান সম্প্রদায়ের মানুষের জন্য তিনটি স্বশাসিত কাউন্সিল গঠন করারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ বিশ্বশর্মা জানান, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি সায়েন্স ও স্নাতকে তাই অহম, কোচ রাজবংশী, চুতিয়াদের জন্য আসন সংরক্ষণ থাকবে৷
একই সঙ্গে অসম টি কর্পোরেশনের শ্রমিকদের দৈনিক মজুরি ১৩৭ থেকে বাড়িয়ে ১৬৭ টাকা করার সিদ্ধান্ত নিল সর্বানন্দ সোনোওয়াল সরকার৷ পয়লা জানুয়ারি ২০২০ থেকেই নয়া মজুরি চালু হয়ে যাচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam, Citizenship Amendment Act