corona virus btn
corona virus btn
Loading

৯ লক্ষ টাকার পেঁয়াজ ছিনতাই ! কর্ণাটকের টুমাকুরু-চেন্নাই ট্রাকে আসছিল পেঁয়াজ

৯ লক্ষ টাকার পেঁয়াজ ছিনতাই ! কর্ণাটকের টুমাকুরু-চেন্নাই ট্রাকে আসছিল পেঁয়াজ
২ ট্রাক থেকে ৯ লক্ষ টাকার পিয়াজ ‘ছিনতাই’

২ ট্রাক থেকে ৯ লক্ষ টাকার পেঁয়াজ ‘ছিনতাই’ । পেঁয়াজ ছিনতাইয়ের অভিযোগ ট্রাক চালকদের বিরুদ্ধে

  • Share this:

#টুমাকুরু: জোগান কম। সারাদেশে পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে। দেশের সব রাজ্যেই পেঁয়াজ কিনতে গিয়ে পকেট ফাঁকা হওয়ার জোগাড়। এরই মধ্যেই নানা জায়গা থেকে পেঁয়াজ চুরির খবর সামনে এসেছে। এবার এমই একটি ঘটনা সামনে এল কর্নাটক থেকে। কর্ণাটকের টুমাকুরু থেকে চেন্নাই চাচ্ছিল ২টি পেঁয়াজের ট্র্যাক। রাস্তায় পেঁয়াজ ছিনতাইয়ের অভিযোগ। পেঁয়াজ ছিনতাইয়ের অভিযোগ ট্রাক চালকদের বিরুদ্ধে । ২ ট্রাকে ৯ লক্ষ টাকার পেঁয়াজ ছিল বলে জানা গিয়েছে। গতকাল, হুচাভানাহাল্লি গ্রামের কয়েকজন কৃষক তাদের উৎপাদিত পেঁয়াজ চেন্নাইয়ের বাজারে বিক্রি করার জন্য একটি ট্রাক ভাড়া করেছিল। কিন্তু কিছুদূর গিয়েই চালক ফোন করে কৃষকদের জানান, ট্রাকটি গর্তে পড়ে গেছে। আর সেই সুযোগে ঘটনাস্থলে থাকা লোকজন ৮১ বস্তা পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে। কিন্তু কপাল মন্দ চোর-চক্রের। পুলিশের বুদ্ধিমত্তায় সহজেই ধরা পড়ে যান তারা।

First published: December 10, 2019, 11:51 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर