#কোটা: কোটায় ফের নবজাতকের মৃত্যু। শনিবার জে কে লোন হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১০৭। এদিন হাসপাতালে পরিদর্শনে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। মৃত এক শিশুর বাড়িতে যান স্থানীয় সাংসদ ওম বিড়লা। ১৬ ডিসেম্বর রুকসার বানুর সন্তানের জন্ম হয়। কোটা হাসপাতালে ২৯ ডিসেম্বর ওই শিশুর মৃত্যু হয়। রুকসানা বানুর পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করেন ওম বিড়লা।
রাজস্থানের কোটায় পরপর শিশু মৃত্যের ঘটনা। চাপে অশোক গেহলত সরকার। এবার রাজস্থানের কোটায় শিশুমৃত্যুতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মার পদত্যাগ দাবি করল বিজেপি। বিরোধীদের দাবি উড়িয়ে শিশু মৃত্যুর দায় পাল্টা বিজেপির কোর্টেই ঠেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলত।
গত ডিসেম্বর থেকে শনিবার পর্যন্ত এই হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা একশো ছাড়িয়েছে। ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Child death, Death Toll Of Children In Kota Hospital, Kota Child Death