#চণ্ডীগড়: মঙ্গলবার রাজ্যের উদ্দেশে প্রজাতন্ত্র দিবসের ভাষণ দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর৷ এদিন বিক্ষুব্ধ কৃষকদের উদ্দেশ্যেই কড়া বার্তা দিলেন তিনি৷ সাফ জানিয়ে দিলেন যে, তাঁর রাজ্যে তিনি কোনও রকম নৈরাজ্যকে ঠাঁই দিবেন না৷ এদিন তিনি বলেন, "আমাদের স্বাধীনতা আছে মানেই এই নয় যে, আমরা যা খুশি তাই করতে পারি৷ কোথাও একটা সীমাবদ্ধতা আছে৷ আমাদের সংবিধান মেনেই চলতে হয়৷ এটা আমাদের কর্তব্য৷"
দিল্লিতে গোট দিন কৃষক বিক্ষোভের প্রসঙ্গে খট্টর বলছেন, "আমাদের বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা আছে৷ তা আমরা প্রয়োগ করবই৷ কিন্তু এর মানে এই নয় যে, এর অপব্যবহার করব৷ কারোর আবেগে আঘাত দেওয়া বা অপমান করা নয়৷ নিজেদের জীবন নিজের মতো করে বাঁচার স্বাধীনতায় বলা নেই যে, অন্যের জীবনের ক্ষতি করব৷ ফলে আন্দোলনের স্বাধীনতা থাকলেও অরাজকতার নেই"
অন্যদিকে বিজেপি মনোভাবাপন্ন খট্টরের প্রতি বরাবরই কৃষকদের ক্ষোভ রয়েছে৷ এমনকী চলতি মাসের শুরুর দিকে কৃষি আইনের ভাল দিকগুলি নিয়ে তিনি কৃষকদের সঙ্গে আলোচনা করার জন্য ‘কিসান মহাপঞ্চায়েত’-এর আয়োজন করেছিলেন৷ কিন্তু কৃষকদের তীব্র বিক্ষোভের মুখে পড়ে শেষমেশ ওই কর্মসূচি তাঁকে বাতিল করতে হয়েছিল৷ কৃষকরা চেয়ার-টেবিল থেকে শুরু করে মঞ্চের একাংশও ভাঙচুর করেন৷ জলকামান এবং কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও কৃষকদের রুখতে পারেনি পুলিশ।
Haryana CM Manohar Lal Khattar while chairing a high-level meeting today, has directed all Deputy Commissioners, Commissioners of Police, & Superintendents of Police to remain on ‘high alert’ to ensure law & order situation in the state is not disturbed at any cost: Haryana CMO
— ANI (@ANI) January 26, 2021
‘কিসান মহাপঞ্চায়েত’-এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন খট্টর৷ কোনও ভাবেই তিনি আর রাজ্যে নৈরাজ্য চান না৷ সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট খট্টর এদিনের ঘটনার পরেই খট্টর বিকালে উচ্চ পর্যায়ের বৈঠক করেন পুলিশ আধিকারিকদের সঙ্গে৷ রাজ্যের সকল ডেপুটি কমিশনার, কমিশনার ও এসপি-দের তিনি উচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছেন৷ খট্টর জানিয়ে দিয়েছেন কোনও ভাবেই রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যহত যেন না হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farmers Protest