• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • কখনও ৭ ফুট অজগর, কখনও ৫ ফুট র‍্যাট স্নেক, তাজমহল থেকে বেরোচ্ছে একের পর এক সাপ! দেখুন ভিডিও

কখনও ৭ ফুট অজগর, কখনও ৫ ফুট র‍্যাট স্নেক, তাজমহল থেকে বেরোচ্ছে একের পর এক সাপ! দেখুন ভিডিও

আতঙ্কের স্রোত বয়ে যাচ্ছে তাজমহলে! প্রেমের সৌধ এখন কি সাপের আখড়া!

আতঙ্কের স্রোত বয়ে যাচ্ছে তাজমহলে! প্রেমের সৌধ এখন কি সাপের আখড়া!

আতঙ্কের স্রোত বয়ে যাচ্ছে তাজমহলে! প্রেমের সৌধ এখন কি সাপের আখড়া!

 • Share this:

  #আগ্রা: সাপের আখড়া হয়ে গেল নাকি! যে সে জায়গা নয়, খোদ তাজমহল৷ শাহজাহান-মমতাজের অমর প্রেমের সৌধ থেকে মাঝেমধ্যেই বেরোচ্ছে সাপ৷  ৫ দিনের ব্যবধানে রীতিমতো চাঞ্চল্য৷ আতঙ্কের ছবি এখন বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধে৷ এরপরেই তাজমহলের সিআরপিএফ জওয়ানরাও রয়েছেন দারুণ অ্যালার্ট৷ তাজমহলে সাপ দেখার পরেই তারা বন দফতরকে খবর দেয়৷ দিন পাঁচেক আগেই সাপ দেখা গিয়েছিল আর এবার দেখা গেল মারাত্মক Rat Snake৷  এই সাপটি প্রায় ৫ ফুট লম্বা ছিল৷ ৫ দিন আগে তাজমহলের জলের কুলারের কাছে একটি বিশালাকৃতি অজগর পাওয়া গিয়েছিল৷

  আসলে লকডাউনের জেরে তাজমহল দীর্ঘ সময় ট্যুরিস্টদের জন্য বন্ধ রাখা হয়েছে৷ একের পর এক জন্তু -জানোয়ার সব ধরা পড়ছে৷ তারমধ্যে পরপর দুটি এত বড় সাপ ধরা পড়ায় প্রচণ্ড আতঙ্ক তৈরি হয়েছে৷ ২ টি সাপকেই ধরে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে৷

  আগের বার জলের জায়গার কাছ থেকে সাপ বেরোনোর পর এবার সাপ পাওয়া যায় তাজমহলের ভিতরে থাকা পুলিশের কিয়স্ক থেকে৷ এই মুহূর্তে শান্ত তাজমহলে বন্য প্রাণীদের দাপট জারি রয়েছে৷ পুলিশ কিয়স্কে থাকা বীরপাল সিং এই বড় সাপটি তাঁদের কিয়স্কের কাছেই দেখতে পান৷ তারপর বন্যপ্রাণ দফতরের হেল্প লাইন নম্বরে ফোন করে , সাপটির খবর দেওয়া হয়৷

  বীরপাল সিং জানিয়েছেন তাঁরা পোস্টের কাছে আজব আওয়াজ শুনছিলেন৷ কাছে গিয়ে সাপের আকার আয়তন দেখে চমকে ওঠেন৷ বন্যপ্রাণ দফতর ওই সাপটিকে সুরক্ষিত ভাবে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন৷ এই সাপটি বিষাক্ত কোবরার সঙ্গে অনেকাংশে মেলে৷ মারাত্মক বিষাক্ত এই সাপ প্রাণহানি ঘটাতেই পারে৷ উত্তরভারতে এই সাপকে ধামন সাপ বলা হয়৷ এই সাপ নিজে ভয় পেলে আওয়াজ বার করে৷ এদিন এই আওয়াজই শুনেছিলেন নিরাপত্তাকর্মীরা৷  এই সাপ কামড়ালে প্রচণ্ড ব্যাথা হয়৷

  ৫ দিন আগেও বিশাল ৭ ফুট অজগর বেরিয়েছিল৷ তাজমহলের কাছের মিউজিয়ামের কাছের জলের কুলারের কাছ থেকে এই সাপটি বার হল৷ সেই সাপটিকেও বন দফতর উদ্ধার করে৷ এদিকে এরমধ্যেই তাজমহলের কাছের এক জায়গা থেকে ৪ ফুট লম্বা ব্ল্যাক হেডেড রয়্যাল স্নেকের খোঁজ পাওয়া গিয়েছিল৷ তাকেও উদ্ধার করে জঙ্গলে ছেড়ে আসা হয়৷

  Published by:Debalina Datta
  First published: