• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • বলিউডের সুপারহিট গানে চলন্ত স্কুটিতে দুরন্ত নাচ মহিলার, ভিডিও নিমেষেই ভাইরাল

বলিউডের সুপারহিট গানে চলন্ত স্কুটিতে দুরন্ত নাচ মহিলার, ভিডিও নিমেষেই ভাইরাল

তোলপাড় সোশ্যাল মিডিয়া এক ৪০ বছর বয়সী মহিলা টলন্ত স্কুটারে শুধুই নাচলেন না শুধুই, নেচে তাক লাগালেন সবার সামনে

তোলপাড় সোশ্যাল মিডিয়া এক ৪০ বছর বয়সী মহিলা টলন্ত স্কুটারে শুধুই নাচলেন না শুধুই, নেচে তাক লাগালেন সবার সামনে

তোলপাড় সোশ্যাল মিডিয়া এক ৪০ বছর বয়সী মহিলা টলন্ত স্কুটারে শুধুই নাচলেন না শুধুই, নেচে তাক লাগালেন সবার সামনে

 • Share this:

  #নয়াদিল্লি: তোলপাড় সোশ্যাল মিডিয়া এক ৪০ বছর বয়সী মহিলা টলন্ত স্কুটারে শুধুই নাচলেন না শুধুই, নেচে তাক লাগালেন সবার সামনে ৷ সাধারণত স্কুটি, বাইক, কার চালাতে মহিলাদের কম বেশি সবাই দেখে থাকি ৷ তবে চলন্ত স্কুটারে বলিউডের বিখ্যাত গান 'নশে সি চড় গই' গানে কাউকে এমন নাচতে দেখা গিয়েছে বলে মনে হয়না ৷

  এই দৃশ্যটি সামনে আসতেই নিমেষেই হয়েছে ভাইরাল ৷ রণবীর সিং-এর অভিনীত ছবিতে মন খুলে প্রাণ খুলে নাচতে দেখা গিয়েছে ৷ ১৮ সেকেন্ডের ভিডিও, দোলালেন কোমরও ৷ চলন্ত গাড়িতে ভারসাম্য রক্ষা করে এক অনবদ্য নজির গড়লেন তিনি ৷

  তাঁর এই ভিডিও প্রকাশিত হতেই ব্যাপক শোরগোল সোশ্যাল মিডিয়ায় ৷ এই ঘট নিয়ে পক্ষে বা বিপক্ষে অনেকেই ট্যুইট করেছেন ৷ কেউ একে স্বাধীনতা বলে আক্ষ্যা দিয়েছেন তো কেউ বলেছেন ট্রাফিক আইন না মানায় তাঁকে গ্রেফতার করার দাবি তুলেছেন ৷

  First published: