হোম /খবর /দেশ /
মোবাইলের সিগনাল ধরতে উঁচু টিলায় চড়ল কিশোর, পা পিছলে পড়ে মর্মান্তিক মৃত্যু!

Odisha 13 Year old boy Death: অনলাইন ক্লাসের জন্য মোবাইলের সিগনাল ধরতে উঁচু টিলায় চড়ল কিশোর, পা পিছলে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু !

Representational Image

Representational Image

13-year-old boy death in Odisha: গ্রামে একটি উঁচু মতো টিলায় চড়ে মোবাইলের সিগনাল ধরছিল এক ১৩ বছরের কিশোর ৷ কিন্তু তখনই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ৷

  • Last Updated :
  • Share this:

ভুবনেশ্বর: করোনাকালে স্কুল বন্ধ ৷ অনলাইনে ক্লাসই পড়াশোনার একমাত্র মাধ্যম ৷ কিন্তু এতে সমস্যায় পড়েছে গ্রামাঞ্চলের পড়ুয়ারা ৷ কারণ স্মার্টফোন এবং ইন্টারনেটের খরচ বহন করাও যেমন অনেকের সাধ্যের বাইরে ৷ তেমনি গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবাও ঠিকমতো পাওয়া যায় না ৷ তাতে সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের ৷ এর জন্য ওড়িশার রায়াগাদা জেলার পান্ডরাগুদা গ্রামে একটি উঁচু মতো টিলায় চড়ে মোবাইলের সিগনাল ধরছিল এক ১৩ বছরের কিশোর ৷ কিন্তু তখনই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ৷ পা পিছলে নীচে পড়ে গিয়ে মৃত্যু হল কিশোরের ৷

মৃত কিশোরের নাম আন্দ্রিয়া জাগারাঙ্গা ৷ সে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ত বলে জানা গিয়েছে ৷ দু’ঘণ্টা পর আন্দ্রিয়ার এক বন্ধু এসে তার পরিবারকে খবর দেয় ৷ ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে ৷ গত কয়েকদিন ধরেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই অঞ্চলে ৷ যার জেরে টিলার পাথরগুলি পিচ্ছিল ছিল ৷ এবং তাতে চড়তে গিয়েই পিছলে পড়ে মৃত্যু হল কিশোরের ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Odisha