#নয়াদিল্লি: কর্নাটকে সভায় যখন কংগ্রেস-সহ নাগরিকত্ব আইনের বিরোধীদের সমালোচনায় ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তখন বারাণসী নিয়ে মোদিকে মোক্ষম খোঁচা দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷ ট্যুইটারে প্রিয়াঙ্কা লিখলেন, 'প্রধানমন্ত্রী মোদির নিজের কেন্দ্র বারাণসীতেই ৩৬৫ দিনের মধ্যে ৩৫৯ দিন ১৪৪ ধারা৷'
প্রিয়াঙ্কার ট্যুইট, '২০১৯ সালে ৩৬৫ দিনের মধ্যে ৩৫৯ দিন বারাণসীতে ১৪৪ ধারা জারি ছিল৷ বারাণসী মোদির নিজের লোকসভা কেন্দ্র৷ তিনিই বলেন, বারাণসীতে ভয়ের কিছু নেই৷'
On 359 out of 365 days in the year 2019, Section 144 was imposed in Varanasi town the P.M’s own constituency and he has the gall to say that people have nothing to fear?https://t.co/zsDkbNoszn
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) January 2, 2020
মোদি এ দিন কর্নাটকে কংগ্রেসকে একহাত নিয়ে বলেন, পাকিস্তানে নির্যাতিত শরণার্থীদের স্বস্তি দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছে কেন্দ্র৷ কিন্তু কংগ্রেস ও তার সঙ্গীরা বিরোধিতা করে চলেছে নাগরিকত্ব আইনের৷
মোদি বলেন, 'পাকিস্তান তৈরিই হয়েছিল ধর্মের ভিত্তিতে৷ তাই হিন্দু, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টানদের মতো সংখ্যালঘুদের উপর নির্যাতন দিনের পর দিন বেড়েছে পাকিস্তানে৷ কিন্তু কংগ্রেস ও তার বন্ধু দলেরা পাকিস্তানের বিরুদ্ধে কোনও কথা বলতে চান না৷'
১৪৪ ধারায় সরকার ৫ বা তার বেশি সংখ্যক ব্যক্তির জমায়েতের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে, অথবা মোবাইল ফোন সংস্থাগুলিকে একটি বা একাধিক ছোট বা বড় জায়গা জুড়ে ভয়েসকল, এসএমএস বা ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেবার নির্দেশ দেয়।
১৪৪ ধারা জারি হলে কোনও অসামরিক ব্যক্তি লাঠি, ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র নিয়ে জনবহুল স্খানে যেতে পারেন না। একমাত্র নিরাপত্তা বাহিনী, আধা সামরিক বাহিনী বা পুলিশ এই অস্ত্র বহনের অধিকারী থাকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi, Priyanka Gandhi, Varanasi