# নয়াদিল্লি: করোনাভাইরাসের (Coronavirus) ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট ভারতে গোষ্ঠী সংক্রমণের (Community Transmission) পর্যায়ে রয়েছে, রবিবার একটি বিবৃতিতে জানাল আইএনএসওসিওজি (INSACOG)৷ দেশের বেশ কয়েকটি মেট্রো শহরে এর সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
সমীক্ষা বলছে অধিকাংশ ওমিক্রন (Omicron) সংক্রমণের ক্ষেত্রে দেখা গিয়েছে রোগী উপসর্গহীন৷ কিছু কিছু ক্ষেত্রে হালকা উপসর্গ রয়েছে বলেও দেখা গিয়েছে। তবে ওমিক্রন যে প্রাণঘাতী নয়, সে কথা বলা হয়েছে প্রথম থেকেই৷ হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়লেও তা সঙ্কটজনক অবস্থায় যায়নি।
তবে বিদেশ থেকে আসা রোগীর মাধ্যমে সংক্রমণ (Omicron Spread) ছড়াচ্ছে বলে যে আশঙ্কা ছিল, তাকে কিন্তু উড়িয়ে দিয়েছে রবিবারের বিবৃতি৷ বরং ভারতে ওমিক্রন (Omicron) সংক্রমণ বাড়তে পারে অভ্যন্তরীন সংক্রমণের (Community transmission) মাধ্যমে, একথা স্পষ্ট জানিয়েছে বিশেষজ্ঞমহল৷
গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকায় প্রথম হদিশ মিলেছিল ওমিক্রনের। ওমিক্রনের বি ২ ভ্যারিয়েন্টেও বহু মানুষ আক্রান্ত হয়েছে এই মুহূর্তে একাধিক মেট্রো সিটিতে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন (Omicron)। নতুন করে আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। উদ্বেগ অন্য জায়গায়৷ কোভিডের (Coronavirus India) সংক্রমণের বাড়বাড়ন্তে স্বাস্থ্য ব্যবস্থার উপর বিপুল চাপ আসায় সমগ্র সিস্টেম ভেঙে পড়ার পরিস্থিতি দেখা দিচ্ছে। যা ফিরিয়ে আনছে গত বছরের ছবি৷ ডেল্টার ভয় এখনও রয়েছে মানুষের মধ্যে৷ স্বাস্থ্য আধিকারিকরা তাই সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: অনেকটাই কমল রাজ্যের দৈনিক করোনা আক্রান্ত ও সংক্রমণ, চিন্তা মৃত্যু
তবে ওমিক্রন সংক্রামক হলেও তা ডেল্টা (Delta) স্ট্রেনের মতো বিপজ্জনক নয়। অন্যদিকে রবিবার দেশে সামান্য কমল দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া করোনা বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন৷ শনিবার যা ছিল ১৭.২২ শতাংশ, রবিবার তা খানিক বেড়ে হয়েছে ১৭.৭৮ শতাংশ। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল, তিন কোটি ৯১ লক্ষ। দেশে এখনও করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৮ জনের।
আরও পড়ুন: বাড়িতে নিজেই নিজের করোনা পরীক্ষা করতে গিয়ে এই ভুলগুলি করছেন না তো?
পাশাপাশি ওমিক্রন (Omicron) উদ্বেগও রয়েছে৷ মৃত্যুহার কম হলেও এই স্ট্রেন যে উড়িয়ে দেওয়ার মতো নয় সে কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন৷ সমীক্ষায় এও উঠে আসছে যে শুধুমাত্র দুটি ভ্যাকসিন নয়৷ করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের প্রতিরোধ ক্ষমতা কমাতে বুস্টার ডোজও জরুরি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Omicron