হোম /খবর /পাঁচমিশালি /
এই পথ যদি না শেষ হয়...? যমে-জীবনে টানাটানি! কেন পদে পদে মৃত্যুর হাতছানি?

এই পথ যদি না শেষ হয়...? যমে-জীবনে টানাটানি! কেন পদে পদে মৃত্যুর হাতছানি এই রাস্তায়?

পদে পদে মৃত্যু পিলিভিটে!

পদে পদে মৃত্যু পিলিভিটে!

পিলিভিটের জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ রমাকান্ত সাগর ধুলার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তথ্য দিতে গিয়ে বলেন এমন রাস্তা দিয়ে যখন মানুষ নিয়মিত চলাচল করেন তখন কিন্তু এর ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

  • Local18
  • Last Updated :
  • Share this:

পিলভিট: একদিকে যখন খানা-খন্দ-মুক্ত উত্তরপ্রদেশের দাবি তুলে ধরছে রাজ্য সরকার। বাস্তবে দেখা যাচ্ছে উল্টো ছবি পিলিভিটে। এখানকার অধিকাংশ রাস্তারই বেহাল দশা। শহরের রামলীলা সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। পুরো রাস্তাজুড়ে খেবড়ো গভীর গর্ত আর ধুলোর ফানুস উড়ছে। এমতাবস্থায় মানুষকেও স্বাস্থ্য সমস্যায় পড়তে হচ্ছে।

প্রকৃতপক্ষে, উপাধি কলেজ মোড় থেকে পুরানপুর রোড পর্যন্ত রামলীলা রোডের মোট দৈর্ঘ্য ১.৩ কিমি। পুরানপুরগামী মানুষের জন্য এই রাস্তাটিই প্রধান সড়ক। একই সঙ্গে জেলার গ্রামাঞ্চল থেকে চাষিদের বাজার কমিটিতে পৌঁছানোর প্রধান পথও এটি।

আরও পড়ুন: সাইক্লোনিক সার্কুলেশন অ্যালার্ট... ! ১৫ রাজ্যে তুমুল বৃষ্টি-বজ্রঝড় সতর্কতা! ৭ রাজ্যে চরম দাবদাহ! আবহাওয়ার বিরাট আপডেট

আজকাল অসম মোড়ে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। এমতাবস্থায় এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু দুর্দশার কবলে পড়া এই সড়কে রয়েছে কয়েক ইঞ্চি গভীর গর্ত। যেখানে জরাজীর্ণতার কারণে সারাক্ষণ ধুলো উড়ছে। এমন পরিস্থিতিতে নিত্য যাত্রীদের জন্য দুর্ঘটনার পাশাপাশি রোগের আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন: ভাই-বোনের প্রেম-বিবাহ... দীর্ঘ ভালবাসা শেষে 'বাম্পার স্ট্রোক'! সোশ্যাল মিডিয়া তোলপাড়

গুরুতর পরিণতি হতে পারে এর জেরে :পিলিভিটের জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ রমাকান্ত সাগর ধুলার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তথ্য দিতে গিয়ে বলেন এমন রাস্তা দিয়ে যখন মানুষ নিয়মিত চলাচল করেন তখন কিন্তু এর ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। সেই সঙ্গে মানুষের শ্বাস ও ত্বক সংক্রান্ত মারাত্মক রোগও হতে পারে। জনগণকে এ ধরনের রাস্তা দিয়ে চলাচল থেকে বিরত থাকতে হবে। খুব প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরুন।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Offbeats News, Uttar Pradesh