#ভুবনেশ্বর: এখনই উঠছে না লকডাউন৷ কারণ করোনার সঙ্গে যুদ্ধে এছাড়া আর উপায় নেই৷ এমনই মনে করছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ তাই দেশজুড়ে লকডাউন চলার মাঝেই নিজের রাজ্য ওড়িশায় লকডাউনের মেয়াদ তিনি বাড়িয়ে দিলেন আরও ১৫ দিন৷ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন রাজ্যস্তরে লকডাউন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত৷ এর পাশাপাশি তিনি আরও জানান যে স্কুলগুলি বন্ধ থাকবে ১৭ই জুন পর্যন্ত৷ এরপর পরিস্থিতি পরখ করে তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন৷
দেশজুড়ে লকডাউন চলছে ১৪ এপ্রিল পর্যন্ত৷ তবে তারপর কি লকডাউন উঠে? সেই প্রশ্নই এখন ভাবাচ্ছে দেশবাসীকে৷ কারণ একদিকে যেমন সংক্রমণ না ছড়ানোর দিকে নজর দিচ্ছেন সকলে, অন্যদিকে দেশের অর্থনীতির কথাও মাথায় রাখতে হচ্ছে৷ লকডাউনের ফলে যা তলানিতে আসার আশঙ্কা করা হচ্ছে৷ ২১ দিনের লকডাউনের পর জোন বা হটস্পট ভাগ করে লকডাউনের কথা ভাবা হচ্ছিল বলে সূত্রের খবর৷ তবে করোনার যাতে না ছড়াতে পারে তাই এই ঘরবন্দির পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন বহু রাজ্যের মুখ্যমন্ত্রী৷ তাই সেই নিয়েও ভাবনাচিন্তা চলছে৷ এর মাঝে ওড়িশা সরকারের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷
Odisha CM Naveen Patnaik has requested the Centre not to start train and air services till April 30th; Educational institutions in the state to remain closed till June 17th. https://t.co/z5R4a8Cyap
— ANI (@ANI) April 9, 2020
বিশেষ করে পশ্চিমবঙ্গে লগোয়া এই রাজ্য৷ সেখানে লকডাউ ঘোষণা হলে বাংলার সরকারের ওপরও লকডাউন বাড়ানোয় একটা চাপ থাকবে৷ অন্যদিরে স্কুলগুলিকে ১৭ জুন পর্যন্ত বন্ধ করে রাজ্যবাসীর কাছে গুরুত্বপূর্ণ বার্তাও দিয়ে রাখলেন নবীন পট্টনায়ক৷ এর মানে দাঁড়াচ্ছে যে প্রয়োজন ছাড়া সাধারণের চলাফেরা এবং ভিড় বাড়ানোর ওপর নিষেধাজ্ঞা চলতে পারে আরও ৩০ এপ্রিলের পরও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Lockdown, Odisha