#ভুবনেশ্বর: ওড়িশাতেই আছড়ে পড়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস৷ ওড়িশার ধামরা বন্দরের কাছে সকাল ৯.১৫ মিনিটে আছড়ে পড়ে ইয়াস৷ যে এলাকাগুলিতে ঝড় আছড়ে পড়ার কথা ছিল, সেখানে সাধারণ মানুষকে বাইরে না বেরনোর জন্য পরামর্শ দিয়েছিল প্রশাসন৷ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎই রাস্তায় বেরিয়েছিলেন এক ব্যক্তি৷ আর তাঁকে দেখেই এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কেন বাইরে বেরিয়েছিলেন তিনি? এই প্রশ্নের জবাবে ওই ব্যক্তি যে উত্তর দিলেন, তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়৷ এমন কি, অরুণ বোথরা নামে এক আইপিএস অফিসারও এই ঘটনার ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন৷
যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে ওড়িশার কোনও একটি জায়গা থেকে সরাসরি সংবাদ সম্প্রচার করছিলেন একটি নিউজ চ্যানেলের সাংবাদিক৷ ইয়াসের জেরে যে দুর্যোগ চলছে, তার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলেন তিনি৷ হঠাৎই তিনি লক্ষ্য করেন, প্রবল ঝড়বৃষ্টির মধ্যেই এক ব্যক্তি বাইরে বেরিয়েছেন৷ পেশাদারি তাগিদেই ওই সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, এই দু্র্যোগের মধ্যে তিনি কেন বাইরে বেরিয়েছেন? জবাবে ওই ব্যক্তি সাংবাদিককে বলেন, 'আপনারা বাইরে রয়েছেন বলেই তো আমিও বেরোলাম৷' এমন উত্তরে কিছুটা অবাক হয়ে গেলেও সাংবাদিক পাল্টা বলেন, 'আমরা তো খবর সম্প্রচার করছি৷' এতেও না দমে ওই ব্যক্তির পাল্টা জবাব, 'সেই জন্যই তো আমিও বেরিয়েছি৷ না হলে আপনারা খবর পাবেন কী ভাবে, কার সঙ্গে কথা বলবেন?'
Such a kind hearted man. Doing so much for the humanity. Respect. pic.twitter.com/SCB1zhA5SQ
— Arun Bothra (@arunbothra) May 26, 2021
ওই ব্যক্তির এমন জবাব শুনে আর কথা বাড়াননি ওই সাংবাদিক৷ তবে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির এমন জবাব রীতিমতো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়৷ ওই ব্যক্তির জবাবে যুক্তি না থাকলেও হাসির রসদ খুঁজে পান অনেকেই৷ আইপিএস অফিসার অরুণ বোথরা সাংবাদিক এবং ওই পথচারীর কথোপকথনের ভিডিও ট্যুইটারে শেয়ার করে লেখেন, 'কত দয়ালু একজন মানুষ৷ মানব সমাজের জন্য কত কী করতে চান!'
ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ওড়িশার বালেশ্বর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, রাজকণিকা, জয়নগরের মতো বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ স্থলভূমিতে আঘাত হানার পর প্রায় তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ইয়াস৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyclone Yaas, Odisha