#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ফাঁস জনপ্রিয় অভিনেত্রীর বেশ কিছু অশ্লীল ছবি ও ভিডিও! লিক হওয়া সে-সমস্ত ছবি ও ভিডিও ঘিরে কার্যত তোলপাড় নেটদুনিয়া। সূত্রের খবর, মালায়ালি অভিনেত্রী জুহি রুস্তাগির বেশ কিছু 'আনসেনসরড' ছবি ও ভিডিও ফাঁস হয়ে যায় ইন্টারনেটে। বিষয়টি জানতে পেরেই অভিনেত্রী তড়িঘড়ি কেরল ও এর্নাকুলাম পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, এই সমস্ত ছবি ও ভিডিও ভুয়ো! সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে জুহি লেখেন, ' সোশ্যাল মিডিয়ায় আমার নামে কিছু ফেক পোস্ট ঘুরছে। ছবি ও ভিডিগুলো কোনওটাই আমার নয়, ওগুলো সম্পূর্ণ ভুয়ো। আমার নামে একটি নকল ফেসবুক পেজ-ও তৈরি করা হয়, সেখানেও অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে।' অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এই প্রথম নয়! গতবছর নভেম্বর মাসে পাকিস্তানি গায়িকা রবি পিরজাদার নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ফাঁস হয়। সেই ঘটনার পর নিজেকে সম্পূর্ণভাবে বিনোদন দুনিয়া থেকে সরিয়ে নেন গায়িকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Juhi Rustagi, Picture leaked