#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ফাঁস জনপ্রিয় অভিনেত্রীর বেশ কিছু অশ্লীল ছবি ও ভিডিও! লিক হওয়া সে-সমস্ত ছবি ও ভিডিও ঘিরে কার্যত তোলপাড় নেটদুনিয়া। সূত্রের খবর, মালায়ালি অভিনেত্রী জুহি রুস্তাগির বেশ কিছু 'আনসেনসরড' ছবি ও ভিডিও ফাঁস হয়ে যায় ইন্টারনেটে। বিষয়টি জানতে পেরেই অভিনেত্রী তড়িঘড়ি কেরল ও এর্নাকুলাম পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, এই সমস্ত ছবি ও ভিডিও ভুয়ো! সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে জুহি লেখেন, ' সোশ্যাল মিডিয়ায় আমার নামে কিছু ফেক পোস্ট ঘুরছে। ছবি ও ভিডিগুলো কোনওটাই আমার নয়, ওগুলো সম্পূর্ণ ভুয়ো। আমার নামে একটি নকল ফেসবুক পেজ-ও তৈরি করা হয়, সেখানেও অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে।' অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এই প্রথম নয়! গতবছর নভেম্বর মাসে পাকিস্তানি গায়িকা রবি পিরজাদার নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ফাঁস হয়। সেই ঘটনার পর নিজেকে সম্পূর্ণভাবে বিনোদন দুনিয়া থেকে সরিয়ে নেন গায়িকা।