corona virus btn
corona virus btn
Loading

জঙ্গিদের বিরুদ্ধে আরও কড়া হবে মার্কিন সেনা: ওবামা

জঙ্গিদের বিরুদ্ধে আরও কড়া হবে মার্কিন সেনা: ওবামা

শুক্রবার রাতের ভয়াবহ প্যারিস হামলার পর, সন্ত্রাসবাদ নিয়ে আরও একটু বেশি তৎপর হয়ে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৷ জি২০ শীর্ষ সম্মেলনের সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানালেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে আরও বেশি কড়া হয়ে উঠবে মার্কিন সেনা ৷’

  • News18
  • Last Updated: November 17, 2015, 12:32 PM IST
  • Share this:

#তুরস্ক: শুক্রবার রাতের ভয়াবহ প্যারিস হামলার পর, সন্ত্রাসবাদ নিয়ে আরও একটু বেশি তৎপর হয়ে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৷ জি২০ শীর্ষ সম্মেলনের সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানালেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে আরও বেশি কড়া হয়ে উঠবে মার্কিন সেনা ৷’ আক্রমণকে আরও বেশি ঝাঁঝালো করে তোলার কথাও স্পষ্ট জানান ওবামা ৷ তবে সিরিয়ায় ISIS জঙ্গি দমনে পদাতিক সেনা পাঠানো নিয়ে পুরনো অবস্থানেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ আপাতত, ইরাক ও সিরয়ায় কম সংখ্যক পদাতিক সেনা মোতায়েনেই বিশ্বাসী ওবামা ৷ প্রায় সাড়ে তিন হাজার মার্কিন পদাতিক সেনা সিরিয়া ও ইরাকে রয়েছে ৷ গত মাসের শুরুর দিকে সিরিয়াতে ৫০ জন স্পেশাল ফোর্স অফিসারও পাঠানো হয়েছিল সিরিয়াতে ৷

জি২০ সম্মেলনের সাংবাদিক বৈঠকে ISIS -কে ‘শয়তানের মুখ’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ সঙ্গে জানিয়েছেন, ‘মুসলিম সম্প্রদায়ের মানুষের একবার ভেবে দেখা উচিত ৷ আগাম প্রজন্মকে বোঝানো উচিত যে নীরিহ মানুষদের মেরে ফেলার মধ্যে কোনও বিরত্ব নেই ৷ এমনকী, এই ধরণের আচরণ কোনও ধর্মীয় আচারের অর্ন্তভুক্ত নয় ৷’

First published: November 17, 2015, 12:32 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर