#নয়াদিল্লি: করোনা আতঙ্কে দেশজুড়ে লকডাউন। তার জেরেই জেরে পিছল জনসংখ্যাপঞ্জি বা এনপিআর চালু করার প্রক্রিয়া। পিছিয়ে যাচ্ছে প্রথম দফার জনগণণা (২০২১) প্রক্রিয়াও। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকছে এনপিআর ও সেনসাসের কাজ।
এনপিআর এবং সেনসাসের কাজ চলার কথা ছিল ১ এপ্রিল থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত। স্থির হয় , প্ৰথম দফায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে তথ্য সংগ্রহ করা হবে। কিন্তু মঙ্গলবারই প্রধানমন্ত্রী ঘোষণা করেন করোনার সংক্রমণ আটকাতে আগামী ২১ দিন দেশজুড়ে লকডাউন জারি থাকবে। এই পরিস্থিতিতেই পিছিয়ে যাচ্ছে এনপিআর-এর কাজ।
স্বরাষ্ট্রমন্ত্রকের এক বরিষ্ঠ কর্তার কথায়, আগামী ২১ দিন লকডাউন চলার ফলে অনেক জরুরি প্রশাসনিক কাজই করা যাবে না। এই জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এনপিআর বা সেনসাস, দুই ক্ষেত্রেই তথ্য সংগ্রহ করতে হয় বাড়ি বাড়ি ঘুরে। বর্তমানে সংক্রমণের আশঙ্কা থাকায় এই কাজ করা সম্ভব নয় বলেই মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus