Zomato বিতর্ক: অমিত শুক্লার সমর্থনে এবার হিন্দু সেবা পরিষদ, আইনি ব্যবস্থা না নেওয়ার আর্জি

পুলিশের কাছে তাদের আর্জি অমিত শুক্লার বিরুদ্ধে যেন কোনও আইনি ব্যবস্থা না নেওয়া হয় ৷ ধর্ম নিয়ে প্রশ্ন তুলে জোম্যাটোর ডেলিভারি বয় বদলাতে বলেছিলেন অমিত শুল্কা ৷

Bangla Editor | News18 Bangla
Updated:Aug 02, 2019 09:09 PM IST
Zomato বিতর্ক: অমিত শুক্লার সমর্থনে এবার হিন্দু সেবা পরিষদ, আইনি ব্যবস্থা না নেওয়ার আর্জি
Bangla Editor | News18 Bangla
Updated:Aug 02, 2019 09:09 PM IST

#ভোপাল: জোম্যাটো বিতর্কে এবার অমিত শুক্লার সমর্থনে ময়দানে হিন্দু সেবা পরিষদ ৷ পুলিশের কাছে তাদের আর্জি অমিত শুক্লার বিরুদ্ধে যেন কোনও আইনি ব্যবস্থা না নেওয়া হয় ৷ ধর্ম নিয়ে প্রশ্ন তুলে জোম্যাটোর ডেলিভারি বয় বদলাতে বলেছিলেন অমিত শুল্কা ৷ জাত-পাতের বিচারে অস্পৃশ্যতার বিষয়টি তুলে আনায় তাঁকে নোটিস ধরায় জবলপুর পুলিশ।

হিন্দু সেবা পরিষদের যুক্তি, একজন মানুষ নিজের মৌলিক অধিকার, নিজ ধর্ম পালনের অধিকারে শ্রাবণ মাসে ব্রত রাখার কারণে একজন ভিনধর্মের মানুষের থেকে খাবার নিতে অস্বীকার করলে তাতে কোনও অপরাধ নেই ৷ অমিত শুক্লাও নিজের ধর্মীয় আচার পালনের স্বাধীনতার অধিকারই সেদিন প্রয়োগ করেছিলেন, তাই তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়ার পিছনে কোনও যুক্তি নেই ৷

জোম্যাটোর তরফে ফৈয়াজ নামে এক যুবক খাবার নিয়ে যাচ্ছিলেন। কিন্তু, তাতে আপত্তি জানান মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা অমিত শুক্লা। আপত্তি তাঁর খাবারে নয়। খাবার যিনি আনছিলেন তাঁর ধর্মে। জোম্যাটো অবশ্য তাতে কান দেয়নি। কর্তৃপক্ষ জানিয়ে দেয় - খাবারের কোনও ধর্ম হয় না। খাবারই ধর্ম। বুধবার থেকে এ নিয়ে দেশজুড়ে শোরগোল।

First published: 09:07:05 PM Aug 02, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर