#নয়াদিল্লি: বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট ৷ কিন্তু এখনই ২,০০০ টাকার নোট বাতিল করার কথা ভাবছে না সরকার ৷ বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
পাশাপাশি তিনি আরও জানান যে খুব শীঘ্রই ২০০ টাকার নোট বাজারে আসতে চলেছে ৷ কবে আসবে নতুন নোট রিজার্ভ ব্যাঙ্ক সে বিষয়ে সিদ্বান্ত নেবে ৷ সরকার ইতিমধ্যেই ২০০ টাকার নোটের জন্য অনুমোদন দিয়ে দিয়েছে ৷
কালো টাকা ও দুর্নীতি রখতে বাতিল করে দেওয়া হয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ নোট বাতিলের পর বাজারে আসে নতুন ২০০০ টাকার নোট ৷
প্রথমে মনে করা হয়েছিল বড় অঙ্কের নোটে নোট বাতিলের জেরে তৈরি হওয়া পরিস্থিতির সঙ্গে লড়াই করা যাবে। তবে দেখা গিয়েছে, ২০০০ টাকার নোট খুচরো করাতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। খুচরোর সমস্যা সমাধানের জন্য নতুন ২০০ টাকার নোট চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
২০০ টাকার নোট নিয়ে অর্থমন্ত্রী জানান,