corona virus btn
corona virus btn
Loading

বিয়ের ২২ মাস পরেও ছুঁতে দেয়নি স্ত্রী, দেয়নি স্বামীর সম্মান! অপমানে আত্মঘাতী স্বামী

বিয়ের ২২ মাস পরেও ছুঁতে দেয়নি স্ত্রী, দেয়নি স্বামীর সম্মান! অপমানে আত্মঘাতী স্বামী
প্রতীকী চিত্র ।

বিয়ের পর থেকেই বনিবনা হয়নি তাঁদের । আলাদা বিছানায় শুতেন । অভিযুক্ত স্ত্রী’কে আটক করেছে পুলিশ।

  • Share this:

#আহমেদাবাদ: বিয়ের পর থেকে স্ত্রী’র কাছ থেকে জুটিছে শুধুই আপমান আর অবজ্ঞা । ছুঁতেও দেয়নি স্ত্রী । দীর্ঘদিন ধরে এই অপমান সহ্য করতে করতে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন স্বামী । নিজের জীবনই শেষ করে দিলেন তিনি । ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের শাহেরকটডার মানিনগরে ।

মৃতের নাম সুরেন্দ্র । ২০১৬ সালে প্রথম স্ত্রী’কে ডিভোর্স করে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তিনি । সুরেন্দ্রর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রী গীতা পারমার’কে আটক করেছে পুলিশ। গীতারও আগে দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছে । মৃতের মা পুলিশ’কে জানিয়েছেন, তাঁর পুত্রবধূ বিয়ের পর থেকেই তাঁর ছেলের সঙ্গে এই ব্যবহার করে আসছেন । ছেলে ও ছেলের বউ আলাদা বিছানায় শুতেন । স্বামীর অধিকার কখনও ছেলেকে দেয়নি বৌমা । বিয়ের ২২ মাস পরেও তাঁদের মধ্যে কোনও শারীরিক সম্পর্ক ছিল না । ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করত বৌমা । রাগ করে বাপের বাড়ি চলে যেত । এই নিয়েই নিত্য অশান্তি লেগে থাকত ছেলে-বৌমার মধ্যে ।

তিনি জানান, এ কারণেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন সুরন্দ্র । আর সেই অপমান সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন তিনি ।

Published by: Simli Raha
First published: August 12, 2020, 10:18 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर