#গাজিয়াবাদ: কোনও বাইরের জায়গা থেকে খাওয়ার আগে একবারের জন্যে হলেও একবার এই নোংরা চিন্তা আপনার মাথায় আসবেই৷ কেউ আপনার খাবারে থুতু মিশিয়ে দেয়নি তো৷ এর আগেও একবার ভাইরাল হয়েছিল নোংরা এক ভিডিও-যেখানে দেখা গিয়েছিল যে রুটি প্রস্তুত করছিল সে থুতু মাখিয়ে দিচ্ছিল রুটিতে৷ এবারেও আরও একবার সেইরকম আরেকটি ভিডিও সামনে আসতেই হুলুস্থূল৷
ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে পড়া মাত্রই ভাইরাল হয়ে গেছে৷ সেখানে দেখা যাচ্ছে একজন রুটি তৈরি করার সময় প্রতিটা রুটিতেই একটু করে মুখ থুতু বার করে মাখিয়ে দিচ্ছে৷ তারপর তন্দুর চুল্লিতে সেই রুটি ঢুকিয়ে দিচ্ছে৷ একটি সামাজিক অনুষ্ঠানের জন্য এই খাওয়াদাওয়ার ব্যবস্থা হয়েছিল৷ গাজিয়াবাদের ভোজপুর এলাকার এই ঘটনা৷ ভাইরাল হওয়া ভিডিও দেখে সরাসরি ব্যবস্থা নেয় গাজিয়াবাদ পুলিশ৷ তারা গ্রেফতার করে নেয় অভিযুক্তকে৷
उक्त वीडियो का तत्काल संज्ञान लेते हुए FIR दर्ज कर आरोपी अभियुक्त मोसिन को गिरफ्तार कर लिया गया है । वैधानिक कार्यवाही प्रचलित कर दी गयी है। pic.twitter.com/l8yQfdwKQs
— GHAZIABAD POLICE (@ghaziabadpolice) March 13, 2021
এই নোংরা কাজ দেখার পর অ্যাকশন নিতে পুলিশ একটুও দেরি করেনি৷ গাজিয়াবাদ পুলিশ নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করার পাশাপাশি অপরাধীকে গ্রেফতারের খবরটিও শেয়ার করেছে৷ অভিযুক্তের নাম মহম্মদ মহসিন৷ মহসিনের বিরুদ্ধে শাস্তিযোগ্য ধারায় অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে৷
After Meerut, now another video of spitt¡ng in Tαndoor Naan in #Ghaziabad has surfaced, accused "Mohammad Mohsin" arrested.
▪︎The video is dated March 11, where there was an engagement program. (Same video I've Twited few hours ago but Tw¡tter deleted, so plzz retweet again) pic.twitter.com/jk57yTKgJe — Swara Bhaskar @reallyswara (@TheAshwiniRaj) March 13, 2021
এই bizarre ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কয়েক মুহূর্তেই ৷ আর পরিস্থিতির সঙ্গীন অবস্থায় আতঙ্কিত সকলেই৷ বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে সকলেই যায়, আর সেখানে আনন্দ করে সকলে একসঙ্গে খাওয়াদাওয়া করে৷ তাতে কোনওরকমের অসাধু বিষয় হতে পারে কেউ কখনও ভাবেননি৷ তবে এই ভিডিও নিঃসন্দেহে ভাবতে বাধ্য করবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video