#নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আরও একবার জানিয়ে দিলেন যে, তাঁর দল এবং তিনি কৃষকদের সঙ্গেই আছেন৷ কেন্দ্রের নয়া আইনের বিরোধিতার ব্যাপারে তাঁদের অবস্থা স্পষ্ট৷
রাহুলের মতে, নয়া তিন আইন "কৃষিকে ধ্বংস করার জন্যই বানান হয়েছে৷" তিনি আরও বলেছেন যে, পুরো কৃষি ক্ষেত্রটাই "কেন্দ্র তিন-চার জন পুঁজিবাদীদের হাতে ছেড়ে দিয়েছে৷"
মঙ্গলবার রাহুল কৃষক ও কৃষি আইনের ওপর একটি পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে ছিলেন৷ সেখানে তিনি সুর চড়িয়ে বিজেপি-কে বিঁধে বলেন, "আমি আন্দোলনরত কৃষকদের ১০০ শতাংশ সমর্থন করছি৷ দেশের প্রতিটি মানুষেরই উচিত তাঁদের সমর্থন করা৷"
রাহুল বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও আক্রমণ করতে ছাড়েননি৷ নাড্ডা এদিন রাহুলকে একাধিক ট্যুইট করে অরুণাচল প্রদেশে চিনা গ্রাম বানানোয় পরক্ষ ভাবে মদত দেওয়া থেকে, কৃষি মাণ্ডি নিয়ে মিথ্যা বলার অভিযোগ এনেছিলেন৷
The rice, wheat you (middle class) buy comes at the rate you purchase because of APMC and the agricultural system. This is not an assault on farmers but on the middle class and on every single youngster in the country, who is not able to get a job: Congress leader Rahul Gandhi pic.twitter.com/R83A0JBaYf
— ANI (@ANI) January 19, 2021
#WATCH Delhi: Congress' Rahul Gandhi reacts on BJP chief JP Nadda's tweets on him, says, "...Farmers know the reality. All farmers know what Rahul Gandhi does. Nadda ji was not at Bhatta Parsaul. I have a clean character, I'm not scared, they can't touch me. They can shoot me." pic.twitter.com/JNXQHviMkG
— ANI (@ANI) January 19, 2021
রাহুল উত্তরে বলছেন, "কৃষকরা সত্যটা জানেন, সব কৃষক জানে রাহুল গান্ধি কী করে৷ আর নাড্ডাজি কে? উনি ভট্ট পরাসুল নন, আমার একটা চরিত্র আছে৷ আমি নরেন্দ্র মোদি কেন, কাউকে ভয় পাই না৷ আমাকে ছুঁতেও পারবেন না তাঁরা৷ কিন্তু আমাকে গুলি করতে পারে৷ আমি একজন দেশপ্রেমী, আমির দেশের রক্ষা করব৷ আমি ওদের থেকেও বেশি গোঁড়া৷"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi, Rahul Gandhi