#বেঙ্গালুরু: ফের আক্রান্ত উত্তর-পূর্বের ছাত্র। এবার ঘটনাস্থল বেঙ্গালুরু। অ্যাপাটমেন্টে বেশি জল ব্যবহার করার দায়ে ওই ছাত্রকে মারধর, এমনকী জুতো চাটানোর অভিযোগ উঠেছে বািড়ওয়ালার বিরুেদ্ধ। পুেরা ঘটনাকে বর্ণিবিদ্বষমূলক বলে অভিযোগ তুলেছেন উত্তর-পূর্বের এক মুখপাত্র। ঘটনার রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
গত সোমবার অ্যাপাটমেন্টের অপর এক ভাড়াটিয়া বাড়িওয়ালা হেমন্ত কুমারের কাছে হিগিও গুঙ্গতে নামে ওই ছাত্রের বিরুদ্ধে বেশি জল ব্যবহার করার অভিযোগ জানান। এর পরই প্রথমে ফোনে হিগিওকে হুমকি দেন হেমন্ত। পরে প্রায় আধ ঘণ্টা ধরে তাকে মারধর করে বলে অভিযোগ। বুকে-পেটে লাথি মারে। হিগিওকে জুতো চাটানোরও অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। হিগিওকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তঁার রুমমেটও।
বেঙ্গালুরুর ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন উত্তর-পূর্বের ওই ছাত্র। এই ঘটনায় বেঙ্গালুরু পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। তিনদিন পরে বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়। গ্রেফতার হলেও পরে জামিনে ছেড়ে দেওয়া হয় হেমন্ত কুমারকে।
দিল্লির পর এবার বেঙ্গালুরু। বর্ণবিদ্বেষের শিকার উত্তর-পূর্বের এক ছাত্র। এক বছরের মধ্যে বেশ কয়েকবার। দ্রুত এদিনের ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।