আগরতলা: গ্রাহক সম্পর্ক উন্নতি ও মাল পরিবহণ বৃদ্ধির জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মালবাহী ট্রেন চলাচলের ক্রমাগত উন্নয়নের প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে অন্তর্মুখী ও বহির্মুখী গুডস ট্র্যাফিক হ্যান্ডলিং-এর জন্য আরও কিছু স্টেশন খোলা হয়েছে।
জানুয়ারি ২০২৩-এ আরও কিছু রেলওয়ে স্টেশন ফ্রেইট ট্র্যাফিক-এর জন্য খোলা হয়েছে, যার ফলে গ্রাহকরা বিভিন্ন সামগ্রী সহজেই পরিবহণ করতে সক্ষম হচ্ছেন। এর ফলে ব্যবসায়ীরা বিশালভাবে লাভবান হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। গ্রাহক সম্পর্ক উন্নত করতে এবং মাল পরিবহণ আরও বৃদ্ধি করতে ০২ জানুয়ারি, ২০২৩ থেকে ০৩ মাস সময়ের জন্য চেসিস স্টাফিং/ডি-স্টাফিং-এর জন্য কনটেনার ট্রাফিক হ্যান্ডলিং-এর পাশাপাশি লিফ্ট অন-লিফ্ট অফ (এলও-এলও)পরিচালনার জন্য কাটিহার ডিভিশনের অধীনে মোহিতনগর গুডস শেড খোলা হয়েছে।
রঙিয়া ডিভিশনের অধীনে মির্জা স্টেশনটি ০৪ জানুয়ারি, ২০২৩ থেকে বহির্মুখী কয়লা ট্র্যাফিক হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে। লামডিং ডিভিশনের হয়বরগাঁও স্টেশনটি ১৭ জানুয়ারি, ২০২৩ থেকে অন্তর্মুখী অটোমোবাইল ট্রাফিক হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে। রেলওয়ের দ্বারা প্রদত্ত সুবিধাগুলির সম্পর্কে এবং রেলওয়ের মাধ্যমে মাল পরিবহণের তুলনামূলক সুবিধাগুলি সম্পর্কে বুঝিয়ে বলার জন্য ব্যবসায়ী, পরিবহণকারী, অগ্রণী উদ্যোগগুলির মতো বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে নিয়মিত বার্তালাপ করা হচ্ছে।
আরও পড়ুন- সারা বছর কড়াইশুঁটির কচুরি খেতে চান! মটর সংরক্ষণ করে রাখুন এই উপায়ে
বিভিন্ন সামগ্রীর সময়মতো ডেলিভারি নিশ্চিত করতে বিভিন্ন ডিভিশনাল ও জোনাল স্তরে পণ্যবাহী ট্রেন পরিচালনা পর্যবেক্ষণ করা হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, কোভিড পরিস্থিতির পর থেকে বহু সংস্থা এখন রেলপথে পণ্য পরিবহণ করতে আগ্রহী ৷ উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে সড়কপথের ওপর নির্ভর না করে, রেল পথে পণ্য পরিবহণের জন্য নানা সংস্থা যোগাযোগ করছে। সময় মতো যাতে পণ্য পরিবহণ করা যায় তার জন্য বিভিন্ন ডিভিশনে রেলের পরিকাঠামোতেও একাধিক বদল আনা হয়েছে। রেল আশাবাদী আগামী দিনে আরও সংস্থা যোগাযোগ করবে তাদের সঙ্গে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways