হোম /খবর /দেশ /
নিরাপদ ও দ্রুত পরিচালনার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের একাধিক পদক্ষেপ, জানুন

North Eastern Frontier Railways: নিরাপদ ও দ্রুত পরিচালনার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের একাধিক পদক্ষেপ, জানুন

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে

North Eastern Frontier Railways: ট্রেনের সংখ্যা ক্রমবর্ধমানভাবে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই ধরনের সমস্ত গিয়ারের সময় অনুযায়ী ও দ্রুত পর্যবেক্ষণ অত্যাবশ্যক হয়ে পড়েছে।

  • Share this:

কমিউনিকেশন টেকনোলজির ক্রমাগত উন্নতির জন্য আজকের দিনে সিগনাল ও টেলিকম টিমের মধ্যে উন্নত সমন্বয়-সংহতির প্রয়োজন। ভবিষ্যতে সিগনাল গিয়ারের পর্যবেক্ষণ দূর থেকেই করা হবে। ট্রেনের সংখ্যা ক্রমবর্ধমানভাবে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই ধরনের সমস্ত গিয়ারের সময় অনুযায়ী ও দ্রুত পর্যবেক্ষণ অত্যাবশ্যক হয়ে পড়েছে। এই সমস্ত সিগনালিং সিস্টেম ট্রেন ও টেলিকমিউনিকেশন সিস্টেমের সুরক্ষিত ও দ্রুত চলাচলের জন্য প্রয়োজনীয়।

ট্রেন পরিচালনার ক্ষেত্রে উন্নতমানের নমনীয়তা প্রদানের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত কাটিহার, আলিপুরদুয়ার, রঙিয়া ও লামডিং ডিভিশনের ১৫৬টি স্টেশনে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম (এনএমএস)-এর সঙ্গে ইন্টারনেট প্রোটোকল মাল্টিপ্রোটোকল লেবেল সুইচিং (আইপিএমপিএলএস) প্রদান করা হয়েছে। এর পাশাপাশি সুপারভাইজরি কন্ট্রোল ও ডেটা অ্যাকুইজিশন (এসসিএডিএ), ইউটিএস/পিআরএস রেলনেট সার্কিটগুলি সিঙ্ক্রোনাজ ডিজিটাল হায়ারার্কি (এসডিএইচ) থেকে আইপিএমপিএলএস-এ স্থানান্তর করা হয়েছে। এসসিএডিএ রেলওয়ে সিস্টেমের কার্যকরী পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ প্রদানের জন্য ব্যবহার করা হয়। এনি-টু-এনি সংযোগের পরিবেশের ক্ষেত্রে আইপিএমপিএলএস-এর এক বিশাল সুবিধা রয়েছে, যা ভারতীয় রেলওয়ের কমিউনিকেশন ব্যবস্থার আধুনিকতার জন্য বর্তমানে এটি অপরিহার্য।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সম্পদের পূর্বাভাসমূলক রক্ষণাবেক্ষণ, রিয়াল-টাইম ডেটা অ্যাকুইজিশন ও কেন্দ্রীভূত স্থান থেকে সম্পদ বরাদ্দের জন্য সিস্টেম মনিটরিং অ্যান্ড প্রেডিক্টিভ মেইন্টানেন্স সেন্টার (এসএমপিএমসি) এবং নেটওয়ার্ক কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যানালিটিক সেন্টার (এনসিডিএসি) প্রতিষ্ঠিত করা হয়েছে। এটি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সম্পদের জন্য ম্যান-পাওয়ার নিয়োগ ব্যবস্থা উন্নত করবে ও সামগ্রিক রক্ষণাবেক্ষণের খরচ হ্রাস করবে।

আরও পড়ুন: পণ্য লোডিং-এর ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে স্থির অগ্রগতি বজায় রেখেছে

এছাড়া ওয়াই-ফাই প্রদত্ত ৩৮২টি স্টেশনে ওয়াই-ফাই-এর রিয়াল টাইম পর্যবেক্ষণের জন্য ওয়াই-ফাই ড্যাশবোর্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ১১টি স্টেশনে সিসিটিভি-র রিয়াল টাইম পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ড্যাশবোর্ড প্রদান করা হয়েছে। ২৬টি স্টেশনে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) ভিত্তিক ট্রেন কন্ট্রোল কমিউনিকেশন সিস্টেম চালু করা হয়েছে। ভিওআইপি এমন প্রযুক্তি যা একটি নিয়মিত ফোন লাইনের পরিবর্তে একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ভয়েস কল করার অনুমতি দেয়।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্মীদের ইচ্ছাকৃত, স্থায়ীত্ব ও সংশ্লিষ্ট প্রচেষ্টার দ্বারা এই কৃতিত্ব অর্জন সম্ভব হয়েছে।

Published by:Teesta Barman
First published:

Tags: North Eastern Frontier Railways