কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) গত কয়েকদিন ধরে রেলের টিকিট বেআইনি বিক্রির জন্য পরিচালিত বিভিন্ন অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে। আরপিএফ তাদের থেকে ৪ ও ৭ ফেব্রুয়ারি, ২০২৩-এ ১০টি রেলের টিকিটও উদ্ধার করেছে। গত জানুয়ারি মাসে, দালালি কার্যকলাপে জড়িত ৯ জনের মতো ব্যক্তিকে আটক করার সঙ্গে ৩২টি রেলওয়ে টিকিট পুনরুদ্ধার করা হয় যার মূল্য ৭৩ হাজার থেকে অধিক।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৪৩ ধারার অধীনে মামলা দায়ের করা হয়। একটি ঘটনায়, ৪ ফেব্রুয়ারি, ২০২৩-এ গুয়াহাটির সিআইবি এবং আরপিএফ দল গুয়াহাটি রেলওয়ে স্টেশনে বেআইনি এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত কার্যকলাপের বিরুদ্ধে নজরদারি/চেকিং অভিযান চালায়। তাদের চেকিংকালে, তারা দু’জন ব্যক্তিকে গ্রেফতার করে যারা একটি ট্রেনে নিশ্চিত আসন প্রদান করার আশ্বাস দিয়ে যাত্রীদের একটি গ্রুপ থেকে অতিরিক্ত টাকা দাবি করেছিল। তদন্তের সময়, এটি জানা যায় যে গ্রেফতারকৃত ব্যক্তিরা রেলের টিকিট বেআইনিভাবে বিক্রি তথা লেনদেন করছিলেন এবং মোট ৬টি সাধারণ দ্বিতীয় শ্রেণির টিকিটের প্রকৃত ভাড়া ২৯৫/- টাকার পরিবর্তে ৫০০০/- অতিরিক্ত টাকা নিয়েছিলেন।
আরও পড়ুন- মহাশিবরাত্রিতে তৈরি হচ্ছে মহাযোগ! কোন রাশির জাতক-জাতিকারা বিশেষ আশীর্বাদ পাবেন ভোলানাথের?
এইভাবে, উদ্ধার করা টিকিট জব্দ করা হয় এবং রেলওয়ে আইনের ১৪৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়। ৭ ফেব্রুয়ারি, ২০২৩-এর সাম্প্রতিক ঘটনায়, আরপিএফ/কাটিহারের সিবিআই দল, বারসোইর আরপিএফ দলের সঙ্গে যৌথভাবে সুধানি রেলওয়ে স্টেশনের পিআরএস কাউন্টারে রেলের টিকিটের দালালিমূলক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানে তারা একজন ব্যক্তিকে আটক করে এবং ৯ হাজার-এরও অধিক টাকা মূল্যের ০৪টি পিআরএস কাউন্টার টিকিট উদ্ধার করে। এই বিষয়ে, রেলওয়ে আইনের ১৪৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে, ২০২২ সালের এপ্রিল থেকে ডিসেম্বর-এর মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ ১০৪ জন দালালকে আটক করার সাথে ৩১.৬৬ লক্ষ টাকারও অধিক মূল্যের ১১০২টি রেলওয়ে টিকিট উদ্ধার করেছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ রেলের টিকিট বেআইনি বিক্রি রোধ করার জন্য দালালি কার্যকলাপের উপর তীক্ষ্ণ নজর রাখে। রেলওয়ে টিকিট-এর অননুমোদিত সরবরাহ এবং সংগ্রহ রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways