হোম /খবর /দেশ /
হিন্দু মৌজপুর ও মুসলিম জাফরাবাদের সীমানায় 'সম্প্রীতির' গুরুদ্বার মহল্লা

Delhi Violence| হিন্দু মৌজপুর ও মুসলিম জাফরাবাদের সীমানায় 'সম্প্রীতির' গুরুদ্বার মহল্লা

গুরুদ্বার মহল্লায় সারানো হচ্ছে গেট

গুরুদ্বার মহল্লায় সারানো হচ্ছে গেট

হিন্দু, মুসলিম, শিখ-- সব ধর্মের মানুষেরই বসবাস ওই হাউসিং কলোনিতে৷ এই কলোনিতে শান্তি বজায় রয়েছে৷ শান্তি বজায় রাখতে বাসিন্দারা সবাই তত্‍পর৷ কোনও বাইরের লোককে এলাকায় ঘেঁষতে দেওয়া হচ্ছে না৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: 'আমরা একদম সীমানায় বাস করি৷ আমাদের বাঁ দিকে হিন্দু প্রভাবিত এলাকা মৌজপুর৷ আমাদের ডান দিকে মুসলিম প্রভাবিত এলাকা জাফরাবাদ৷ আমরা যেহেতু এই দুই এলাকার সীমান্তে বাস করি, তাই নরাপত্তা আমরা একটু বেশি তত্‍পর৷ বুঝলেন?' এক টানা বলে গেলেন ৪৮ বছরের ধর্মেন্দ্র৷ উত্তর-পূর্ব দিল্লির গুরুদ্বার মহল্লার বাসিন্দা৷

কলোনির মূল ফটকের সারাইয়ের কাজের দেখভাল করছেন ধর্মেন্দ্র৷ যাতে কোনও ভিড় ওই গেট দিয়ে ঢুকে মহল্লাতে অশান্তি না-ছড়াতে পারে৷ হিন্দু, মুসলিম, শিখ-- সব ধর্মের মানুষেরই বসবাস ওই হাউসিং কলোনিতে৷ এই কলোনিতে শান্তি বজায় রয়েছে৷ শান্তি বজায় রাখতে বাসিন্দারা সবাই তত্‍পর৷ কোনও বাইরের লোককে এলাকায় ঘেঁষতে দেওয়া হচ্ছে না৷

ধর্মেন্দ্রর কথায়, 'কলোনির বাইরে বেরনোর একান্তই প্রয়োজন পড়লে, হিন্দুরা মৌজপুরের দিক দিয়ে যেতে পারেন, মুসলিমরা জাফরাবাদের দিক দিয়ে যেতে পারেন৷ আমরা এই নিয়মই চালিয়ে যাবো, যতক্ষণ না হিংসা বন্ধ হবে৷ আপাতত আমরা সবাই বাড়িতেই থাকার চেষ্টা করছি৷'

গত সোমবার, জাফরাবাদের দিক থেকে বিক্ষোভকারীরা মৌজপুরের দিকে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু পুলিশ তাদের আটকে দেয়৷ তাদের কেউ কেউ গুরুদ্বার মহল্লায় ঢোকে, সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়৷ পুলিশ কাঁদানে গ্যাসে সেল ফাটায়৷ তারপর বিক্ষোভকারীরা পালিয়ে যায়৷ তারপর থেকে আর কিছু হয়নি এই এলাকায়৷

দীপক নামে গুরুদ্বার মহল্লার এক বাসিন্দার কথায়, 'আমরা চাই না, সোমবারের ঘটনা আবার ঘটুক৷ জাফরাবাদের দিক থেকে বিক্ষোভকারীরা আমাদের কলোনিতে এসে সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে৷'

বিকাশ রাজপুত নামে ২৮ বছরের এক তরুণের কথায়, 'আমরা মেন গেট সারাচ্ছি, যাতে দাঙ্গাবাজরা ঢুকতে না-পারে৷ আমরা আমাদের কলোনিতে বাইরের কাউকে ঢুকতে দিচ্ছি না৷ আমরা এখানে একটি পরিবারের মতো থাকি৷ আমাদের পরিবারের কোনও ক্ষতি হতে দেব না৷'

Published by:Arindam Gupta
First published:

Tags: Delhi Violence, Delhi Violence News, Gurudwara Mohalla