হোম /খবর /দেশ /
ছন্দে ফিরছে দিল্লি, এখনও মোতায়েন পুলিশ,আধাসেনা

ছন্দে ফিরছে দিল্লি, এখনও মোতায়েন পুলিশ,আধাসেনা

Representative Image (Reuters)

Representative Image (Reuters)

খুলেছে দোকান-বাজার। মোতায়েন আধা সেনা ও পুলিশ।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: জীবনে ফিরছে দিল্লি। রবিবার উত্তর পূর্ব দিল্লিতে আগের মতোই সকাল সকাল দোকানপাট খুলেছে। ট্রাফিকও প্রায় স্বাভাবিক। রাস্তাঘাটে লোকজন। ফের জীবনের ছন্দে। গোকুলপুরী থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দিল্লিতে মৃত্যু বেড়ে দাঁড়াল ৪৩। এখনও মোতায়েন আধা সেনা ও পুলিশ। ৭ই মার্চ পর্যন্ত উত্তর পূর্ব দিল্লিতে বন্ধ স্কুল।দিল্লি ফিরছে দিল্লিতে। দিল্লি ফিরছে জীবনে। খাজুরিখাসে হিংসায় পোড়া গাড়ি। তার পাশেই ব্যাট-বল....বন্ধু চল.....মনে মনে আতঙ্ক এখনও হয়ত পুরো কাটেনি। তবে, শনিবার সকালে উত্তর - পূর্ব দিল্লির বিভিন্ন এলাকাই যেন ছন্দে ফেরার পথে। জীবনের ছন্দে ফেরার পথে।খাজুরি খাস, চাঁদবাগ, থেকে যমুনা বিহার। এই ক’দিন আতঙ্কে ঘুম হয়নি। শনিবার সব জায়গাতেই স্বাভিক জীবনে ফেরার সুর। দোকানপাট খুলেছে। ট্রাফিকও বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক।গত কয়েকদিনে বারবার রক্তাক্ত হয়েছে রাজধানী। অশান্তির আগুনে পুড়েছে দিল্লির দিল। দিল্লি চায় জীবনে ফিরতে। দিল্লি জীবনে ফিরছে।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Babarpur, Delhi Violence, Maujpur, Police