#নয়াদিল্লি: জীবনে ফিরছে দিল্লি। রবিবার উত্তর পূর্ব দিল্লিতে আগের মতোই সকাল সকাল দোকানপাট খুলেছে। ট্রাফিকও প্রায় স্বাভাবিক। রাস্তাঘাটে লোকজন। ফের জীবনের ছন্দে। গোকুলপুরী থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দিল্লিতে মৃত্যু বেড়ে দাঁড়াল ৪৩। এখনও মোতায়েন আধা সেনা ও পুলিশ। ৭ই মার্চ পর্যন্ত উত্তর পূর্ব দিল্লিতে বন্ধ স্কুল।দিল্লি ফিরছে দিল্লিতে। দিল্লি ফিরছে জীবনে। খাজুরিখাসে হিংসায় পোড়া গাড়ি। তার পাশেই ব্যাট-বল....বন্ধু চল.....
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babarpur, Delhi Violence, Maujpur, Police