#নয়াদিল্লি: ২১ দিনের লকডাউনে স্তব্ধ গোটা দেশ৷ লকডাউনের সময়সীমা কি ফের বাড়াতে চলেছে কেন্দ্র? এরকমই একটি খবর কয়েকদিন ধরেই ইন্টারনেটে ঘুরছিল৷ শনিবার তা ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্র জানিয়ে দিল, ২১ দিনের বেশি লকডাউন সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের৷ যা রটেছে, তা ভিত্তিহীন৷
FAKE NEWS ALERT PBNS got in touch with the Cabinet Secretary on this news article. The Cabinet Secretary expressed surprise & said that there is no such plan of extending the lockdown. https://t.co/CrLlp6f7X5
— Prasar Bharati News Services (@PBNS_India) March 30, 2020
কেন্দ্রীয় সরকারের সংবাদমাধ্যম পিআইবি ট্যুইট করে জানিয়েছে, কিছু গুজব ও সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, '২১ দিন পরে ফের লকডাউনের সময়সীমা বাড়ানো হবে৷ মন্ত্রিসভার সচিব এই ধরনের দাবি খারিজ করেছেন৷ খবরটি সম্পূর্ণ ভইত্তিহীন৷'
ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বলেন, 'আমি আশ্চর্য হয়েছি এই ধরনে গুজবে৷ লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই৷'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের জন্য গোটা ভারত লকডাউনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন৷ রবিবার মন কি বাত অনুষ্ঠানে মানুষের অসুবিধার জন্য ক্ষমাও চেয়ে নেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, India Lockdown