#নয়াদিল্লি: কেন্দ্রের প্রস্তাবিত নয়া কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে কৃষক আন্দোলন অব্যাহত৷ প্রায় এক মাস হয়ে গেল দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা দিল্লি সীমান্তে অবস্থানরত৷ তাঁদের একটাই দাবি, নতুন এই তিন আইন সরকারকে প্রত্যাহার করতে হবে৷ রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বললেন যে, কৃষকদের নতুন আইন নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে৷ এই আইন কৃষকদের উপার্জন বাড়াবে ভবিষ্যতে৷
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের বিজেপি শাসিত সরকারের তৃতীয় বার্ষিকী ছিল রবিবার৷ সেই উপলক্ষ্যে এদিন রাজ্য পর্যায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজনাথ সিং উপস্থিত ছিলেন সেখানে৷ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলছেন, "যাঁরা কৃষিকাজ নিয়ে কিছু জানে না, তাঁরাই নিস্পাপ কৃষকদের কেন্দ্রের নয়া আইন নিয়ে বিভ্রান্ত করছে৷ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ এই সরকারের কখনই কৃষকদের এমএসপি বন্ধ করার অভিপ্রায় ছিল না৷ ভবিষ্যতেও হবে না৷ মান্ডি বজায় রাখা হবে৷কোনও 'মাই কা লাল' কৃষকদের থেকে জমি কেড়ে নিতে পারবে না"
পাশাপাশি এদিন রাজনাথ জানিয়ে দিয়েছেন যে, দেশে কোনও অর্থনৈতিক সংস্কার হওয়ার পর তার সুফল পেতে অনেকটা সময় লাগে৷ এই প্রসঙ্গে তিনি বলেন,"১৯৯১-এ তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের অর্থনৈতিক সংস্কার হোক বা বাজপেয়ী সরকারের৷ ইতিবাচক ফল পেতে চার থেকে পাঁচ বছর সময় লেগে যায়৷" রাজনাথ আরও জানিয়েছেন যে, কৃষকরা যেখানে ইচ্ছা আর যাঁকে ইচ্ছা নিজেদের ফসল বিক্রি করতে পারবেন৷ তিনি আরও বললেন, "কৃষকদের সঙ্গে যে কোনও চুক্তিই করা হবে তা তাঁদের জমি নিয়ে নয়, তাঁদের ফসলের বিষয়ে হবে সেই চুক্তি। আর কেউ যদি চুক্তি করে কৃষকদের নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম অর্থ দেয়, তাহলে কৃষকরা তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সাহায্য নিতে পারবেন "
রাজনাথ কৃষকদের সুবিধার্থে আরও জানিয়ে দিয়েছেন যে, কৃষকরা এরপরেও যদি মনে করেন যে, কৃষি আইনগুলি তাঁদের স্বার্থে নয়, তাহলে আইনগুলি নিয়ে পুনরায় আলোচনা করে সরকার কৃষকদের কল্যাণে যা প্রয়োজন তাই করা হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Rajnath Singh