#নয়াদিল্লি: প্রাণভিক্ষার আর্জি জানানোর আর কোনও পথই খোলা নেই নির্ভয়া কাণ্ডের চার সাজাপ্রাপ্তের৷ এ দিন দিল্লির পাতিয়ালা হাউজ আদালতে এমনই দাবি জানিয়েছে দিল্লি সরকার৷ একই সঙ্গে চার সাজাপ্রাপ্তের ফাঁসির জন্য নতুন দিনক্ষণ স্থির করবার জন্য সরকারের তরফে আদালতে আর্জিও জানানো হয়েছে৷ তবে রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেও পবন সুপ্রিম কোর্টে সেই সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ করে আবেদন জানাতে পারে বলে মনে করছেন নির্ভয়ার বাবা৷ কারণ বাকি তিন অভিযুক্তও সেই রাস্তাতেই হেঁটেছিল৷
এ দিন সকালেই অন্যতম অভিযুক্ত পবন কুমার গুপ্তার প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ মঙ্গলবার সকাল ছ' টায় চার অভিযুক্ত মুকেশ, পবন, বিনয় এবং অক্ষয়কে ফাঁসিতে ঝোলানোর কথা থাকলেও শেষ পর্যন্ত আইনি জটিলতায় তা কার্যকর করা সম্ভব হয়নি৷ কারণ ফের একবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিল অন্যতম অভিযুক্ত পবন৷
এই নিয়ে তিন তিনবার নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত চারজনের ফাঁসি পিছিয়ে গিয়েছে৷ যা নিয়ে নির্ভয়ার মা- বাবা তীব্র হতাশা প্রকাশ করেছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi, Nirbhaya Gangrape