হোম /খবর /দেশ /
৬ সেপ্টেম্বরের আগে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই!

৬ সেপ্টেম্বরের আগে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই!

ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম রাজস্থান, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে যে ৬ সেপ্টেম্বরের আগে উত্তরপ্রদেশ ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ কিছু জেলায় আকাশ মেঘলা ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ তবে মুষলধারে বৃষ্টির জন্য আরও ৩দিন অপেক্ষা করতে হবে ৷ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পূর্ব উত্তরপ্রদেশের কোনও এলাকায় বর্তমানে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই ৷ অন্য দিকে তাপমাত্রায় কোনও বদল হবে না বলেই জানিয়েছে মৌসম বিভাগ ৷

মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশ ও আশপাশের এলাকায় আপাতত বর্ষার কোনও সিস্টেম সক্রিয় নেই ৷ আগামী কয়েকদিন সক্রিয় না থাকার সম্ভাবনা রয়েছে ৷ এর জেরেই আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃহস্পতিবারও বেশ সামান্য বৃষ্টি হয়েছে ৷ তিন চারটি জেলা ছাড়া উত্তরপ্রদেশে কোথাও বৃষ্টি হয়নি ৷ গোরক্ষপুর, বারাণসী, রায়বরেলি ও কানপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে ৷ বৃষ্টির পরিমাণ ৫ মিলিমিটারের কম ছিল৷

আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরে যাবে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে বিকানির থেকে জয়পুর হয়ে ডালটনগঞ্জ এবং শান্তিনিকেতনের উপর দিয়ে বাংলাদেশ এবং অসম হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম রাজস্থান, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এই সিস্টেমগুলির প্রভাবে আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Weather Forecast