হোম /খবর /দেশ /
করোনার কোপ সরকারি চাকরিতে? তুমুল জল্পনার মধ্যেই স্পষ্ট মত জানাল কেন্দ্র

করোনার কোপ সরকারি চাকরিতে? তুমুল জল্পনার মধ্যেই স্পষ্ট মত জানাল কেন্দ্র

সরকারি পদে নিয়োগ কি থমকাচ্ছে?

সরকারি পদে নিয়োগ কি থমকাচ্ছে?

শুক্রবার হিসেব বিভাগ ব্যয় সংকোচের ইঙ্গিত দিতেই এমন জল্পনা শুরু হয়।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনার ধাক্কা সামলাতে এ বার সরকারি চাকরিতে কোপ বসাচ্ছে কেন্দ্র? শুক্রবার হিসেব বিভাগ ব্যয় সংকোচের ইঙ্গিত দিতেই এমন জল্পনা শুরু হয়। এই মর্মেই করা রাহুল গান্ধির একটি ট্যুইটকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে ওঠে শনিবার। তার পরেই তড়িঘড়ি বিবৃতি জারি করে সেই জল্পনা ওড়ানো হল। কেন্দ্রের বিবৃতিতে পরিষ্কার জানানো হয়েছে, কোনও ভাবেই সরকারি নিয়োগ প্রক্রিয়াগুলি স্থগিত করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের।

অর্থমন্ত্রকের বিবৃতিটিতে জানানো হচ্ছে, ৪ সেপ্টেম্বর হিসেব বিভাগের তরফে যে নোটিস জারি করা হয়েছিল তাতে আভ্যন্তরীণ কিছু রদবদলের কথা বলা হয়েছে। এর সঙ্গে নিয়োগ রদের কোনও সম্পর্ক নেই। কোনও নিয়োগ প্রক্রিয়াই বাতিল হচ্ছে না।

একই সঙ্গে অর্থমন্ত্রকের ট্যুইটে আরও পরিষ্কার করে বলা হয়, সরকারি পদে নিয়োগের ব্যাপারে কোনও কাটছাঁট হচ্ছে না। যে ভাবে স্টাফ সিলেকশান কমিশন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইউপিএসসি এই ধরনের নিয়োগ প্রক্রিয়াগুলি পরিচালনা করে তাই অক্ষুন্ন থাকবে, প্রক্রিয়ায় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

গত ৪ সেপ্টেম্বর হিসেব বিভাগের একটি নির্দেশিকায় বলা হয়, আন্তঃদফতর কিছু ব্যয় সংকোচের পথে এগোনো হবে। সেক্ষেক্রে আপৎকালীন বিষয়গুলিকেই অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ওই নথিতে বিভিন্ন দফতরে, শাখা অফিসেও নিয়োগে কাটছাঁটের কথা হয়েছিল।

এই সময়েরই আসরে নামেন রাহুল গান্ধি। তিনি বলেন মোদি সরকার করোনাকে ছুতো বানিয়ে বেসরকারিকরণের পথেই হাঁটছে ক্রমাগত। রাহুলের কটাক্ষ ছিল, ন্যূনতম সংস্কার, সর্বোচ্চ বেসরকারিকরণ- এটাই নাকি এই সরকারের নীতি। একই সঙ্গে সরকারের ওই বিবৃতিটিকে হাতিয়ার করে কংগ্রেস আক্রমণ শানিয়ে বলে, নতুন করে কোনও শূণ্যপদই তৈরি করবে না সরকার।

তারপরেই এই 'ড্যামেজ কন্ট্রোল'। কেন্দ্রের বিবৃতিতে হাফ ছেড়ে বাঁচল বহু পড়ুয়া।

Published by:Arka Deb
First published:

Tags: Government Jobs