পটনা: বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে ২০২৪ সালের নির্বাচনে বিজেপি-র আসন সংখ্যা একশোর নীচে নেমে যাবে৷ এমনই দাবি করলেন বিহারের মুখ্যমন্ত্রী এবং বিজেপি-রই প্রাক্তন জোটসঙ্গী জেডিইউ প্রধান নীতিশ কুমার৷
এ দিন বিহারের পটনায় সিপিএম-এর সাধারণ সম্মেলনে হাজির হয়েছিলেন নীতিশ কুমার সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা৷ সেখানে হাজির ছিলেন কংগ্রেসের প্রতিনিধিও৷ সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন নীতীশ৷ একই সঙ্গে দাবি করেন, তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কোনও উচ্চাকাঙ্খা নেই৷ বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে যাতে কংগ্রেসও দ্রুত উদ্যোগী হয়, তা নিশ্চিত করতে সভায় উপস্থিত কংগ্রেস নেতা সলমন খুরশিদকে অনুরোধ করেন নীতীশ৷ সলমন খুরশিদ ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷
আরও পড়ুন: সই, নথি জাল করে শিশির অধিকারীর নামেই ভুয়ো অ্যাকাউন্ট! নির্মলাকে অভিযোগ জানালেন কাঁথির সাংসদ
সলমন খুরশিদকে উদ্দেশ্য করেই নীতীশ বলেন, 'আমি চাই আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন৷ আপনার দলের নেতৃত্ব যদি আমার পরামর্শ মানে এবং বিরোধীরা একসঙ্গে লড়ে তাহলে বিজেপি-র আসন সংখ্যা একশোর নীচে নেমে আসবে৷ আর যদি তাঁরা আমার পরামর্শ না মানেন, আপনিও জানেন ফল কী হবে!'
#WATCH | I want you people (Congress) to take a quick decision. If they take my suggestion & fight together, they (BJP) will go below 100 seats, but if they don't take my suggestion, you know what will happen: Bihar CM Nitish Kumar at 11th General Convention of CPI-M, Patna pic.twitter.com/StbAEOjgWE
— ANI (@ANI) February 18, 2023
আরও পড়ুন: যুবরা ভোট দিলেই বদল হবে, মোদির মন্তব্যকেই হাতিয়ার করলেন মানিক
নীতীশ আরও বলেন, 'আমার একমাত্র লক্ষ্য দেশকে ঐক্যবদ্ধ করা এবং যাঁরা ঘৃণা ছড়াচ্ছে তাদের হাত থেকে মুক্ত করা৷ আমি সত্যিই কিছু চাই না৷ আমরা আপনাদের পাশেই থাকব৷'
বিজেপি-র সঙ্গত্যাগ করার পর থেকেই সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার বার্তা দিয়েছেন নীতীশ৷ যদিও সেই চেষ্টা এখনও সফল হয়নি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।