হোম /খবর /দেশ /
একশোর নীচে নেমে যাবে বিজেপি! বিরাট দাবি নীতীশের, বার্তা দিলেন কংগ্রেসকে

Nitish Kumar: একশোর নীচে নেমে যাবে বিজেপি! বিরাট দাবি নীতীশের, বার্তা দিলেন কংগ্রেসকে

.বিরাট দাবি করলেন নীতীশ।

.বিরাট দাবি করলেন নীতীশ।

বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে যাতে কংগ্রেসও দ্রুত উদ্যোগী হয়, তা নিশ্চিত করতে সভায় উপস্থিত কংগ্রেস নেতা সলমন খুরশিদকে অনুরোধ করেন নীতীশ৷

  • Share this:

পটনা: বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে ২০২৪ সালের নির্বাচনে বিজেপি-র আসন সংখ্যা একশোর নীচে নেমে যাবে৷ এমনই দাবি করলেন বিহারের মুখ্যমন্ত্রী এবং বিজেপি-রই প্রাক্তন জোটসঙ্গী জেডিইউ প্রধান নীতিশ কুমার৷

এ দিন বিহারের পটনায় সিপিএম-এর সাধারণ সম্মেলনে হাজির হয়েছিলেন নীতিশ কুমার সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা৷ সেখানে হাজির ছিলেন কংগ্রেসের প্রতিনিধিও৷ সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন নীতীশ৷ একই সঙ্গে দাবি করেন, তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কোনও উচ্চাকাঙ্খা নেই৷ বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে যাতে কংগ্রেসও দ্রুত উদ্যোগী হয়, তা নিশ্চিত করতে সভায় উপস্থিত কংগ্রেস নেতা সলমন খুরশিদকে অনুরোধ করেন নীতীশ৷ সলমন খুরশিদ ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷

আরও পড়ুন: সই, নথি জাল করে শিশির অধিকারীর নামেই ভুয়ো অ্যাকাউন্ট! নির্মলাকে অভিযোগ জানালেন কাঁথির সাংসদ

সলমন খুরশিদকে উদ্দেশ্য করেই নীতীশ বলেন, 'আমি চাই আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন৷ আপনার দলের নেতৃত্ব যদি আমার পরামর্শ মানে এবং বিরোধীরা একসঙ্গে লড়ে তাহলে বিজেপি-র আসন সংখ্যা একশোর নীচে নেমে আসবে৷ আর যদি তাঁরা আমার পরামর্শ না মানেন, আপনিও জানেন ফল কী হবে!'

আরও পড়ুন: যুবরা ভোট দিলেই বদল হবে, মোদির মন্তব্যকেই হাতিয়ার করলেন মানিক

নীতীশ আরও বলেন, 'আমার একমাত্র লক্ষ্য দেশকে ঐক্যবদ্ধ করা এবং যাঁরা ঘৃণা ছড়াচ্ছে তাদের হাত থেকে মুক্ত করা৷ আমি সত্যিই কিছু চাই না৷ আমরা আপনাদের পাশেই থাকব৷'

বিজেপি-র সঙ্গত্যাগ করার পর থেকেই সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার বার্তা দিয়েছেন নীতীশ৷ যদিও সেই চেষ্টা এখনও সফল হয়নি৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: 2024 Lok Sabha Elections, Congress, NITISH KUMAR